Advertisement
Advertisement

Breaking News

‘কৃষাঙ্গদের টিপস দেব না’, বর্ণবিদ্বেষের ঘটনায় তোলপাড় দুনিয়া

হায় রে অভাগা পৃথিবী!

“Don’t tip black people”, couple’s insensitive chit creates furor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 8:31 pm
  • Updated:January 11, 2017 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবিদ্বেষের এ কেমন নমুনা? হোটেলে খেতে এসে হোটেল কর্তৃপক্ষের আতিথেয়তায় মুগ্ধ হলেও কেবল গায়ের রঙয়ের জন্য ওয়েট্রেসকে টিপ দিল না দম্পতি৷ আমেরিকার ভার্জিনিয়ার এক রেস্তরাঁর এই ঘটনা প্রকাশ্যে আসায় বর্ণবিদ্বেষের ঘটনা যেন নতুন করে মানুষের নজরে এসেছে৷

কেলি কার্টার ‘অনিতা’স নিউ মেক্সিকো স্টাইল ক্যাফে’-তে কর্মরত৷ হোটেলে কাজ করার সূত্রে বহু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়৷ বহু মানুষ তাঁর আতিথেয়তায় মুগ্ধ হন৷ কিন্তু সাম্প্রতিক সময়ের বর্ণবিদ্বেষের এই ঘটনা রীতিমতো অবাক করেছে তাঁকে৷

Advertisement

জানা গিয়েছে, মধ্যবয়সী শ্বেতাঙ্গ দম্পতি ক্যাফেতে খেতে এসেছিলেন৷ তাঁরা যে কর্মীর ব্যবহারে কোনওভাবে অসন্তুষ্ট তা রেস্তরাঁ কর্তৃপক্ষ বুঝতেও পারেননি৷ কিন্তু যখন তাঁরা খাবার বিল দিয়ে ক্যাফে ছেড়ে বেরোন তখন বিলের পাশে একটি চিরকুটে বর্ণবিদ্বেষমূলক কথা লিখে রেখে যান৷ দম্পতি ওই চিরকুটে লিখেছিলেন, “রেস্তরাঁর আতিথেয়তা খুবই ভাল৷ কিন্তু কোনও কৃষ্ণাঙ্গকে টিপস দিই না৷”

Advertisement

racist_web

এই ঘটনা প্রকাশ্যে আসায় মানুষের এহেন ব্যবহার দেখে একদিকে যেমন অবাক কেলি, অন্যদিকে রীতিমতো বিরক্ত রেস্তরাঁ কর্তৃপক্ষ৷ তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন আচরণ দুর্ভাগ্যজনক৷ এর পাশাপাশি, রেস্তরাঁর দৈনন্দিন গ্রাহকরাও পাশে এসে দাঁড়িয়েছেন কেলির৷ কেলিকে জড়িয়ে ধরার পাশাপাশি কেলিকে টিপসও বেশি করে দিচ্ছেন তাঁরা৷ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সম্ভ্রম বজায় রেখে বিরোধিতা করছেন তাঁরা৷

(প্রতীকী ছবি)

গণতন্ত্র, একতার বার্তা দিয়ে বিদায়বেলায় আবেগে ভাসলেন ওবামা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ