Advertisement
Advertisement

ইতালিতে ফের ভূমিকম্প

ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬৷

Earthquake measuring 6.6 magnitude strikes central Italy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 5:01 pm
  • Updated:October 30, 2016 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল ইতালি৷ রবিবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় মধ্য ইতালিতে৷  ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬৷ এদিনের কম্পনে ভেঙে পড়েছে মধ্য ইতালির ছোট ছোট শহরের বাড়ি ও চার্চগুলি৷ প্রাণহানির কোনও খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন ২০ জন৷

গত ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পে ইতালিতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল৷ রবিবার ফের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত আম জনতা৷ নর্সিয়া, উমব্রিয়ার মতো অঞ্চলে বহু বাড়ি, চার্চ ভেঙে পড়েছে৷ স্থানীয় টেলিভিশন চ্যানেলে সেগুলির সরাসরি সম্প্রচার দেখে বাড়িতে বসে আঁতকে উঠেছেন আশেপাশের এলাকার মানুষ৷ নর্সিয়ায় ঐতিহাসিক সেন্ট বেনেডিক্ট রাজপ্রাসাদের বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে৷ রবিবারের কম্পনে গুঁড়িয়ে গিয়েছে টাউন হলও৷ গত বুধবারও মধ্য ইতালিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ