Advertisement
Advertisement

Breaking News

মার্কিন মুলুকে ছেয়ে গিয়েছে নিষিদ্ধ ড্রাগ ‘ট্রাম্প পিল’, উদ্ধার করল পুলিশ

দেখতে হুবহু মার্কিন প্রেসিডেন্টের মতো৷

Ecstasy pills resembling Donald Trump’s head seized
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 7:57 pm
  • Updated:July 3, 2018 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-তে মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার আগে থেকেই বিতর্কের অপর নাম হয়ে উঠেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিজের সেই রেকর্ডে অবিচল রয়েছেন তিনি৷ আপামর আমেরিকাবাসীকে নিজের কাজের মাধ্যমে কতটা আনন্দ দিতে পেরেছেন ট্রাম্প বা উলটো দিক থেকে দেখলে তাঁর কাজে কতটা খুশি আমেরিকার নাগরিকরা, তা অবশ্যই তর্কের বিষয়৷ তবে একটা উপায়ে মার্কিনবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি৷ ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে গিয়েছে এক ধরনের উত্তেজক ড্রাগের বড়ি, যা আকারে হুবহু দেখতে ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো৷ সম্প্রতি ইন্ডিয়ানা প্রদেশ থেকে এই ড্রাগগুলিকে উদ্ধার করেছে পুলিশ৷

[পাতের মাছেও চিনা থাবা! পঙ্গপালের মতো সমুদ্রে হানা ‘ড্রাগন’ জলযানের ]

Advertisement

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমলা রঙের ড্রাগের বড়িগুলি ইন্ডিয়ানা-সহ আশপাশের প্রদেশগুলিতে পাচার করার জন্যই সেখানে জমা করা হয়েছিল৷ এগুলিকে উদ্ধার করার পর প্রথমে অবাক হয়েছিলেন তাঁরা৷ কেবল মার্কিন প্রেসিডেন্টের মুখের আকারই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে স্লোগান ব্যবহার করেছিলেন ট্রাম্প সেই একই কথা লেখা রয়েছে ড্রাগের বড়িগুলির পিছনেও৷ আবার কোনও কোনও বড়ির পিছনে খোদাই করা রয়েছে ট্রাম্পের নাম৷ পুলিশ আরও জানিয়েছে, আগামী দিনেও এই ড্রাগ উদ্ধার অভিযান বজায় রাখবে তাঁরা৷ গোপন অভিযান চালানো হবে আরও পাচারকারীর গোপন আস্থানায়৷

Advertisement

[প্রতিকূল আবহাওয়া, মানস সরোবরের যাত্রাপথে নেপালে আটকে ২৫০ ভারতীয়]

ঘটনায় ইতিমধ্যে ১২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে তাঁদের অনুমান, এরা হিমশৈলের চূড়া মাত্র, চক্রের মূল অনেক ভিতরে প্রবেশ করেছে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষের শরীরের এক ধরনের বিশেষ উত্তেজনা সৃষ্টি করে এই ধরনের ড্রাগ৷ সাধারণত নাইট পার্টি-সহ একাধিক অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে এগুলি৷ নেশার পাশাপাশি শরীরে যৌন চাহিদা বাড়াতেও সাহায্য করে এই বড়ি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ