Advertisement
Advertisement

Breaking News

Pakistan

কুপ্রস্তাব না মানায় তিন রূপান্তরকামীকে খুন! পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর ছেলের মৃত্যুদণ্ড

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও নির্দেশ। 

Ex-minister's son of Punjab Province sentenced to death in Pakistan | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:December 28, 2022 8:06 pm
  • Updated:December 28, 2022 8:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) প্রাক্তন মন্ত্রীর ছেলেকে মৃত্যদণ্ডের নির্দেশ দিল একটি পাক আদালত। অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। জানা গিয়েছে, ২০০৮ সালে পাঞ্জাব প্রদেশে (Punjab Province) তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করে ইমরানের দেশের প্রাক্তন মন্ত্রীর ছেলে। সেই মামলাতেই মঙ্গলবার চরম সাজা শুনিয়েছে আদালত। এছাড়াও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা (পাকিস্তানি টাকা) করে আর্থিক সহায্যেরও নির্দেশ দিয়েছে আদালত। যা দিতে হবে অভিযুক্তকে। 

পাক পাঞ্জাবের মন্ত্রী ছিলেন আজমল চিমা (Ajmal Cheema)। ২০০৮ সালে ছেলে আহমেদ বিলাল চিমার (Ahmed Bilal Cheema) বিরুদ্ধে উঠছিল গুরুতর অভিযোগ। বিলাল তিনজন রূপান্তরকামী মাজহার হুসেন, আমির শাহজাদ এবং অবদুল জব্বরকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। একটি খামার বাড়িতে ওই রূপান্তকামীদের নাচগানের জন্য ডেকেছিল বিলাল। সেখানে উপস্থিত বিলালের বন্ধুরা আপত্তিকর প্রস্তাব দেয় তিনজনকে। সেই প্রস্তাবে না করে দেন রূপান্তরকামীরা। এরপরেই নির্মম ভাবে গুলি করা হয় মাজহার, আমির এবং আবদুলকে। হত্যা করেন বিলাল।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ? অবশেষে মনের কথা জানালেন রাহুল গান্ধী]

ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হলে আমেরিকায় (America) পালিয়ে যায় বিলাল। চলতি বছরের জুলাই মাসে দেশে ফেরামাত্র বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাঁকে। এরপর থেকে তিন রূপান্তরকামীকে হত্যায় মামলা চলছিল শিয়ারকোটের আদালতে। এর মধ্যে অভিযোগ ওঠে, মৃতদের পরিবারকে মোটা টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা করছে বিলালের পরিবার। যদিও শেষ পর্যন্ত গত মঙ্গলবার ফাঁসির সাজা শোনালেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: বম্ব সাইক্লোনের জেরে প্রায় ‘যুদ্ধক্ষেত্র’ আমেরিকা, মৃতের সংখ্যা বেড়ে ৫৯]

চরম শাস্তির পাশাপাশি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে অভিযুক্তকে, জানিয়েছে শিয়ালকোট আদালত। অন্যথায় আরও ছয় মাস জেলবন্দি থাকার পর ফাঁসির সাজা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ