Advertisement
Advertisement

Breaking News

গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী

অক্সিজেনের অভাবে মৃত্যু৷

Ex-Navy seal dies rescuing Thailand trapped children
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2018 7:31 pm
  • Updated:July 6, 2018 7:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুহায় আটতে পড়া জুনিয়র ফুটবল দলকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল থাই নেভি সিলের প্রাক্তন এক কর্মীর৷ জানা গিয়েছে, গুহায় আটকে থাকা ১২ জন খেলোয়াড় ও তাদের কোচকে উদ্ধার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি৷ কিন্তু সেখানে আগে থেকেই অক্সিজেনের পরিমাণ কম ছিল৷ ফলে গুহার অন্দরেই মৃত্যু হয়েছে তাঁর৷

[সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে নির্বাচন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আশ্বাস হাসিনার ]

Advertisement

গত দু’দিন ধরেই সমগ্র বিশ্বের নজর রয়েছে থাইল্যান্ডের দিকে৷ গত ২৩ জুন ফুটবল প্র্যাকটিসের পর চিয়াঙ্গ রাই প্রদেশের থাম লুঙ্গ গুহায় কোচের সঙ্গে প্র্যাকটিস করেছিল ১২ জনের একটি ফুটবল দলটি৷ কিন্তু বৃষ্টির কারণে সেখানেই আটকে পড়ে তাঁরা৷ যেতে থাকে গুহার আরও গভীরে৷ খারাপ আবহাওয়ায় বৃষ্টির জন্য উলটো দিকে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ অত্যন্ত কষ্টের মধ্যেই প্রায় দু’সপ্তাহ পরে জীবিত থাকতে দেখা যায় দলটিকে৷ গুহার বাইরে তাঁদের খেলার সরঞ্জাম পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়৷ সেই সূত্র ধরেই দলটির খোঁজ মেলে গুহার অত্যন্ত গভীরে৷

Advertisement

[জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের আবেদন নাকচ মালয়েশিয়ার]

এরপরেই উদ্ধারকার্যে নামে থাই নেভি সিল টিম৷ কিন্তু ক্রমাগত বৃষ্টির ফলে বাড়তে থাকে গুহার ভিতরের জলস্তর৷ এমনকি অক্সিজেনও কম থাকায়, কৃত্রিম ভাবে গুহার ভিতরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে থাই প্রশাসন৷ সেনার অনুমান আটকে পড়া ফুটবল দলকে উদ্ধার করতে সময় লাগবে৷ এমনকি তাঁদের উদ্ধার করতে নয়া পন্থাও নিয়েছে থাইল্যান্ডের নৌসেনা৷ ফুটবল টিমের প্রত্যেককে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ