BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

হোলির শুভেচ্ছায় প্রদীপের ইমোজি! নেটদুনিয়ায় হাসির খোরাক নওয়াজ শরিফ

Published by: Biswadip Dey |    Posted: March 8, 2023 2:04 pm|    Updated: March 8, 2023 2:04 pm

Ex Pak PM Nawaz Sharif trolled after wishing Holi। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ তথা সারা বিশ্বজুড়েই পালিত হচ্ছে রঙের উৎসব হোলি (Holi 2023)। হোলি উপলক্ষে অনেকেই দেখা গিয়েছে শুভেচ্ছা জানাতে। কিন্তু এই কাজ করতে গিয়ে ট্রোলড হলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)।

কিন্তু কেন? আসলে গত টুইটারে শরিফ লেখেন ‘হ্যাপি হোলি’। এতে কোনও গণ্ডগোল হয়নি। কিন্তু সেই শুভেচ্ছা বার্তার পাশে একটি প্রদীপের ইমোজি দিয়ে বসেন শরিফ সাহেব। অর্থাৎ দোল তথা হোলির সঙ্গে তিনি মিশিয়ে ফেললেন দিওয়ালিকে। কেননা প্রদীপ কোনও ভাবেই হোলির প্রতীক নয়। বরং এটি আলোর উৎসব দীপাবলির সময়ই ব্যবহৃত হয় শুভেচ্ছা জানানোর সময়। শরিফের এমন কীর্তিতেই বেঁধে যায় গোল।

[আরও পড়ুন: প্রাক্তন কর্মীর প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা, তুমুল বিতর্কের মুখে ক্ষমা চাইলেন এলন মাস্ক]

অনেকে নেটিজেনই তাঁর পোস্টের তলায় কটাক্ষ করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। ভাইরাল হয়ে যায় পোস্টটির স্ক্রিনশটও। তৈরি হয় মিম। যদিও বিতর্কের এই ঝাঁজ সত্ত্বেও শরিফ এই নিয়ে পরে আর কোনও পোস্ট কিংবা কোথাও কোনও মন্তব্য করেননি। এমনকী, পোস্টটি এডিট কিংবা ডিলিটও করেননি।

উল্লেখ্য, ৭৩ বছরের শরিফ তিনবার মিলিয়ে মোট ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনিই পাকিস্তানের সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডের অধিকারী।

[আরও পড়ুন: ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ’, রাষ্ট্রসংঘে পাকিস্তানের খোঁচার জবাবে পালটা ভারতের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে