BREAKING NEWS

১২ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ২৭ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ফেসবুকেই এবার ছবির টিকিট কাটা!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 21, 2016 12:40 pm|    Updated: October 21, 2016 12:40 pm

Facebook Now Allows You To Order A Meal And Book Movie Tickets

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও বিশেষ রেস্তোরাঁর পেজে গিয়ে শুধুমাত্র ‘অর্ডার’ ক্লিক করলেই মিলতে পারে পিৎজা৷ মার্কিনিদের জন্য ফেসবুক এজাতীয় সুবিধাই নিয়ে আসছে৷ এবার থেকে বাড়িতে বসেই ছবির টিকিট কাটা ও খাবার আনানোর সুবিধা চালু হচ্ছে ফেসবুকে৷
এছাড়াও কেশপরিচর্যার জন্য বিশেষ হেয়ারড্রেসারের সাক্ষাতের ব্যবস্থাও করতে চলেছে তারা৷ ফেসবুক জানিয়েছে, একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ব্যবসায়িক কাজকর্মও করা যাবে এর মাধ্যমে৷ ফান্ডানগোর সঙ্গে এ কারণে একটি বিশেষ চুক্তিও করেছে ফেসবুক৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে