Advertisement
Advertisement

Breaking News

Farmers Protest Mahatma Gandhi Khalistani flag

কৃষক বিক্ষোভে সমর্থনের নামে ওয়াশিংটনে কালিমালিপ্ত গান্ধীজির মূর্তি! উড়ল খলিস্তানি পতাকা

ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।

Farmers Protest: Mahatma Gandhi’s statue in Washington DC defaced, draped with Khalistani flag
Published by: Subhajit Mandal
  • Posted:December 13, 2020 8:53 am
  • Updated:December 13, 2020 8:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই সরকারের তরফে ইঙ্গিত মিলছিল, কৃষক বিক্ষোভের আড়ালে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে একাধিক খলিস্তানপন্থী সংঠন। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জোর দিয়েছে নিষিদ্ধ এই সংঠনগুলি। শনিবার মার্কিন মুলুকের এক ঘটনায় এমনই ইঙ্গিত মিলল। কৃষক বিক্ষোভের নামে ওয়াশিংটন ডিসিতে (Washington DC) গান্ধী মেমোরিয়ালে গিয়ে গান্ধীজীর মূর্তিকে কালিমালিপ্ত করা হল। শুধু তাই নয়, সেখানে উড়ল খলিস্তানপন্থী পতাকাও।

শনিবার ওয়াশিংটন ডিসিতে গান্ধী মেমোরিয়ালে ঢুকে পড়ে বেশ কয়েকজন শিখ। এরা প্রত্যেকেই খলিস্তানপন্থী। কেন্দ্রের কৃষি আইন বিরোধী শ্লোগান দিতে দিতে গান্ধীজীর (Mahatma Gandhi) মূর্তিতে কালি লাগিয়ে দেয় খলিস্তানপন্থীরা। মূর্তিটি ঢেকে দেওয়া হয় খলিস্তানি পতাকায় (Khalistan flag)। কালি লাগানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবিতেও। এক বিক্ষোভকারীর কথায়, “প্রত্যেক ভারতবাসীর নিজেদের মতামত জানানোর অধিকার আছে। পাঞ্জাবের মানুষ পৃথক স্বত্ত্বা চাইছেন। সরকারের উচিত সেটা কেন চাইছেন বোঝার চেষ্টা করা। শিখেরা কখনও কারও ক্ষতি করে না। তাহলে কেন আমাদের জঙ্গি বলে দেগে দেওয়া হচ্ছে?”

[আরও পড়ুন: ভারতীয় ফৌজের শিখ জওয়ানদের উসকানি দিচ্ছে খলিস্তানিরা, জানাল NIA]

এদিকে, গান্ধী মূর্তির উপর এই হামলা এবং খলিস্তানি কার্যকলাপের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় দূতাবাস। তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,”বিক্ষোভের আড়ালে দুষ্কৃতীরা যেভাবে বিশ্বব্যাপী সম্মানিত অহিংসা এবং ন্যায়বিচারের পূজারীকে অসম্মান করেছে, তার তীব্র নিন্দা করছে ভারতীয় দূতাবাস।” মার্কিন প্রশাসনকে দ্রুত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে হাই কমিশনের তরফে।

[আরও পড়ুন: কৃষক আন্দোলনে ১১ জনের মৃত্যু! আর কত বলিদান দিতে হবে? মোদিকে প্রশ্ন রাহুলের]

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লিতে গত ১৮ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। কেন্দ্র বারবার তাদের সঙ্গে আলোচনা করলেও সমস্যা এখনও মেটেনি। যার জেরে গতকাল থেকে আন্দোলনের  তীব্রতা বাড়িয়েছে কৃষক সংঠনগুলি। এরই মধ্যে এদের সমর্থনের নামে আমেরিকায় শুরু হয়ে গেল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ