সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮২-র ৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে লেখা একটি চিঠিতে তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক আশ্বাস দেন, মার্কিন স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ করবে না ইসলামাবাদ। পাকিস্তান কোনওমতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, আশ্বাস দেন তৎকালীন পাক প্রেসিডেন্ট।
সম্প্রতি সিআইএ-র একগুচ্ছ গোপন নথি প্রকাশ্যে আসার পর এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সিআইএ-র দস্তাবেজ থেকে জানা গিয়েছে, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে আশঙ্কিত ছিলেন রেগান। পাক প্রেসিডেন্টকে লেখা একটি চিঠিতে সেই আশঙ্কা তিনি ব্যক্ত করেন। জবাবি চিঠিতে জিয়া মার্কিন প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, সামরিক কারণে পাকিস্তান কখনই পরমাণু কর্মসূচি গ্রহণ করবে না। রেগানকে যাঁরা এই তথ্য দিয়েছিলেন, তাঁদের আশঙ্কা ভ্রান্ত বলেও জিয়া ওই চিঠিতে উল্লেখ করেন।