Advertisement
Advertisement

মাদক খাইয়ে ধর্ষণ করে খুন নাবালিকা

অভিযুক্তদের তালিকায় রয়েছে তারই মায়ের নাম৷

Girl raped and killed, one of the Suspects Mother
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2016 4:44 pm
  • Updated:August 26, 2016 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে মাত্র ১০ বছরে পা দিয়েছিল ভিক্টোরিয়া৷ কয়েক ঘণ্টা বাদে বার্থ ডে পার্টি হওয়ার কথা ছিল৷ কিন্তু, বিশেষ দিনেই খুন হতে হল মেক্সিকোর আলবুকার্কের ছোট্ট মেয়েটিকে৷ খুনের অভিযুক্তদের তালিকায় রয়েছে তারই মায়ের নাম৷

বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মেক্সিকো পুলিশকে ফোনটা করে ভিক্টোরিয়ার মা মিশেল মার্টিনসই (৩৫)৷ পুলিশকে মিশেল জানায়, তাঁর মেয়েকে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় বাথরুমে পড়ে রয়েছে ভিক্টোরিয়ার রক্তাক্ত দেহ৷ ফ্ল্যাটেরই একপাশ থেকে মিশেলের প্রেমিক ফ্যাবিয়ান গঞ্জালেসকে (৩১) গ্রেফতার করা হয়৷ পোশাকে লেগে থাকা রক্তের দাগ পরিষ্কার করছিল সে৷ পুলিশ তল্লাশি শুরু করতেই বাইরের বারান্দা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গঞ্জালেসের খুড়তুতো বোন জেসিকা কেলি(৩১)৷ গ্রেফতার করা হয়েছে তাকেও৷

Advertisement

ময়নাতদন্তের পর জানা যায়, অনেকটা পরিমানে নিষিদ্ধ মাদক খাওয়ানো হয়েছিল ভিক্টোরিয়াকে৷ তাঁকে ধর্ষণও করা হয়েছিল মৃত্যুর আগে৷ ধৃত তিন জনকেই জিজ্ঞাসাবাদ করছে মেক্সিকো পুলিশ৷ যাবতীয় অভিযোগ জেসিকার উপরে চাপিয়েছে মিশেল ও তার প্রেমিক গঞ্জালেস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement