Advertisement
Advertisement

Breaking News

Khalistan

মাথার দাম ১০ লক্ষ, কানাডায় খতম কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ নিজ্জর

কে এই নিজ্জর?

Hardeep Singh Nijjar, Khalistan supporter and terrorist killed in Canada | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:June 19, 2023 1:40 pm
  • Updated:June 19, 2023 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় খতম কুখ্যাত খলিস্তানি জঙ্গি। গুলিতে হত হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar)। সোমবার সুরেতে খলিস্তান টাইগার ফোর্সের প্রধানের উপর গুলিবৃষ্টি হয় হলে খবর।

জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ-কলম্বিয়ার সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে তাঁকে গুলি করে হত্যা করা হয়। কে বা কারা নিজ্জর হত্যায় যুক্ত তা এখনও জানা যায়নি। পাঞ্জাবের ফিল্লাউরে এক হিন্দু পুরোহিতকে হত্যার ষড়যন্ত্র-সহ, শিখ কট্টরপন্থা সম্পর্কিত কমপক্ষে চারটি এনআইএ মামলায় অভিযুক্ত ছিল নিজ্জর। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে গত জুলাই মাসে তাঁর খোঁজ পেতে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করা হয়।

Advertisement

[আরও পড়ুন: মায়ের হাতে তৈরি বরফি খাইয়ে জেলেনস্কিকে উজ্জীবিত করলেন সুনাক, ভাইরাল ভিডিও]

খলিস্তানিপন্থী সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান নিজ্জর। গুরপতবন্ত সিং পান্নুন পরিচালিত ‘শিখস ফর জাস্টিস’-এর বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী এজেন্ডা প্রচারের দায়েও অভিযুক্ত ছিল সে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নিজ্জর। কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুন তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে। কয়েকবছর আগেই ‘রেফারেন্ডাম-২০২০ প্রচারাভিযান’-র দায়িত্বও পায় নিজ্জর।

Advertisement

সম্প্রতি গুরু নানক শিখ গুরুদ্বারের দায়িত্বে ছিল নিজ্জর। তাঁকে প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। কানাডার একাধিক পরিচিত মুখের সঙ্গেও আনাগোনা ছিন তার।

[আরও পড়ুন: জাহাজডুবিতে মৃত ৩০০ পাক নাগরিক, তদন্তকারীদের হাতে গ্রেপ্তার ১০ পাচারকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ