Advertisement
Advertisement

ফের বাজার মাতাতে আসছে হ্যারি পটার

ভারতীয় পটার অনুরাগীদের জন্য সুখবর৷ ভারতীয় প্রকাশনা সংস্থা হ্যাচেট ইন্ডিয়ার কর্ণধার টমাস আব্রাহাম বলেন, হ্যারির নবজন্ম উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷

harry potter part 8 book will be released on 31st july
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 12:52 pm
  • Updated:July 22, 2016 12:52 pm

রোশনি চক্রবর্তী: অ্যাব্রা কা ড্যাব্রা৷ হোকাস ফোকাস গিলি গিলি গে! হাত ছোঁয়ালেই জা……দু! আর সেই জাদুমন্ত্রকের সব দায়িত্ব এখন শুধুই তার৷ সে এখন পরিণত হ্যারি পটার৷

আর তারপর? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বাকিটা জানতে হলে পড়তে হবে পটার সিরিজের অষ্টম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’৷
সপ্তম বইটি যেখানে শেষ, অষ্টম বইটির শুরু সেখানেই৷ বইটির দু’টি খণ্ড প্রকাশ পাবে আগামী ৩১ জুলাই৷ জে কে রাউলিংয়ের মূল গল্প ভিত্তি করে জন টিফ্যানি-সহ জ্যাক থর্ন একটি নাটক লেখেন, গল্পটি মঞ্চস্থও হয়৷ সেই গল্পই বই আকারে আসছে৷ বই অনুযায়ী, হ্যারি এখন দায়িত্ববান স্বামী৷ তার তিন ছেলে এখন স্কুলেও যাচ্ছে৷ আজকাল সারা দিনরাত অফিসের কাজেই কেটে যায় হ্যারির৷ ছেলে অ্যালবাসও পরিবারের অতীত আভিজাত্যের কথা ভাবে৷ জাদু নাকি জাদুবাস্তব! এভাবেই মাগল-উইজার্ড-উইচের সঙ্গে অতীত, বর্তমান মিলেমিশে যায়৷

Advertisement

harry

বাবা হ্যারির মতো ছেলে অ্যালবাসও জানে অন্ধকার কিন্তু অপ্রত্যাশিতভাবেই হানা দেয়৷ তবে চাইলেই সেই অন্ধকারের অন্দরেও মেলে আলোর হদিশ!
অন্যদিকে, ভারতীয় পটার অনুরাগীদের জন্য সুখবর৷ ভারতীয় প্রকাশনা সংস্থা হ্যাচেট ইন্ডিয়ার কর্ণধার টমাস আব্রাহাম বলেন, হ্যারির নবজন্ম উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ ২২ জুলাই দুপুর ২টায় শুরু হচ্ছে এটি৷ খেলতে হলে লগ ইন করতে হবে হ্যাচেট ইন্ডিয়ার ফেসবুক পেজে৷ বিজয়ী দুই প্রতিযোগীকে লেখকের সই করা বই দেওয়া হবে৷

উল্লেখ্য, জে কে রাউলিং ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে হ্যারি পটার সিরিজের সাতটি বই লিখেছেন৷ সারা বিশ্বে ৪৫০ কোটি বই বিক্রি হয়েছে৷ তৈরি হয়েছে আটটি ব্লকব্লাস্টার ছবি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement