সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) নৃশংসভাবে খুন হলেন এক হিন্দু মহিলা। বুধবার তাঁর মুন্ডুহীন দেহ উদ্ধার হয় খণ্ডবিখণ্ড অবস্থায়। শুধু তাই নয়, খুনের পর বছর চল্লিশের ওই মহিলার উপর আরও নির্যাতন চলে। বৃহস্পতিবার ঘটনাস্থল পাকিস্তানের শিনঝোরো প্রদেশে যান জনপ্রতিনিধি কৃষ্ণা কুমারী। পরিবারের সঙ্গে কথা বলে আরও তথ্য জানতে পারেন তিনি। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। তিনি টুইটে (Tweet) বিস্তারিত জানিয়েছেন।
Dated 28/12/22
40-year-old Daya Bheel suddenly disappeared from agri field yesterday near Sinjhoro.Her dead body was found in a very bad condition in mustard field.Her head was separated from the body and the flesh of the whole head had been cut off by the beasts.
1/3@KeshooBai pic.twitter.com/Q9Ulm3Hj5e— Jiyala Amar lal Bheel (@JiyalaAmarlal) December 29, 2022
শিনঝোরো শহরের বাসিন্দা দয়া ভীল, বছর চল্লিশ। জানা গিয়েছে, বুধবার এক কৃষিজমিতে তাঁর মাথা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। স্তন কাটা ছিল। মুখাবয়ব ও শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের হিন্দু (Hindu) সেনেটর কৃষ্ণা কুমারী টুইটে নৃশংস হত্যাকাণ্ডের (Murder) কথা জানিয়েছেন। কী অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তা বিস্তারিত জানিয়েছেন সেনেটর।
[আরও পড়ুন: খাবার জলের ট্যাঙ্কে মানুষের মল, অসুস্থ অনেকে, দলিত নির্যাতনের ঘৃণ্য রূপ তামিলনাড়ুতে]
খবর পেয়ে কৃষ্ণা কুমারী ঘটনাস্থলে ছুটে যান। সঙ্গে শিনঝোরো ও শাহপুরচকর থানা এলাকার পুলিশ। তাঁরাই পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। জানা গিয়েছে, দয়া ভীলের চার সন্তান রয়েছে। কিন্তু কী কারণে তাঁকে এভাবে খুন করা হল, কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা জানা যায়নি এখনও। এনিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির জনপ্রতিনিধি জিয়ালা অমর লাল। যদিও ওয়াকিবহাল মহলের মত, এটি পাকিস্তানের হিন্দু অত্যাচারের ঘটনামাত্র। দিনদিন তা বেড়ে চলেছে।
[আরও পড়ুন: ত্রিকোণ সম্পর্ক, বিমার টাকা, ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে একাধিক ‘মোটিভ’! তদন্তে পুলিশ]
এমনিতেই পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের বিষয়টি দিনদিন আরও প্রকট হচ্ছে। এই ঘটনা নতুন নয়। হিন্দু মহিলাদের ধর্মান্তরণ, জোর করে বিয়ে, নির্যাতন, হত্যার মতো ঘটনা ঘটেই চলেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সবর বিভিন্ন সংগঠনগুলি। দয়া বেহলের হত্যাকাণ্ডে যোগ হল আরও একটি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে। এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির বক্তব্য, সংখ্য়ালঘু নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
#WATCH via ANI Multimedia | Pakistan should take care of minorities: MEA spokesperson Arindam Bagchihttps://t.co/Mbnarexzsd
— ANI (@ANI) December 29, 2022