BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

তীব্র মন্দার জের! মাত্র ৯৯ টাকায় সিলিকন ভ্যালি ব্যাংকের ব্রিটেন শাখা কিনল HSBC ব্যাংক

Published by: Sulaya Singha |    Posted: March 13, 2023 3:53 pm|    Updated: March 13, 2023 3:53 pm

HSBC Bank Paid Rs 99 To Buy Silicon Valley Bank's UK Arm | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ভয়ংকর মন্দার অভিশাপ! জলের দরে বিক্রি হয়ে গেল আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকের ব্রিটেনের শাখা। ভারতীয় মুদ্রায় মাত্র ৯৯ টাকায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকটি কিনে নিল HSBC ব্যাংক। সোমবার ব্রিটেন সরকার ও HSBC ব্যাংকের তরফে এখবর নিশ্চিত করা হয়েছে।

ব্যাংক অফ ইংল্যান্ড ও ট্রেজরির সঙ্গে আলোচনার পরই সমস্ত নিয়ম মেনে সিলিকন ভ্যালি ব্যাংকের ব্রিটেন শাখার মালিকানা পেল HSBC ব্যাংক। গ্রাহকদের গচ্ছিত অর্থও এই ব্যাংকে আগের মতোই সুরক্ষিত বলেও নিশ্চিত করা হয়েছে।

[আরও পড়ুন: ‘দম থাকলে গোধরা ফাইলস করে দেখান’, বিবেক অগ্নিহোত্রীকে কড়া আক্রমণ কুণাল ঘোষের]

উল্লেখ্য, ২০০৮ সালে একের পর এক কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যেতে শুরু করে। মন্দার গ্রাসে চলে যায় বিশ্ব। ১৫ বছর পর ফের মার্কিন (US) মুলুকের ব্যাংকিং সেক্টরে বড় সংকটের ছায়া নামে। বন্ধ হয় সিলিকন ভ্যালি ব্যাংক (Silicon Valley Bank)। ২০২৩ সালে বিশ্বব্যাপী মন্দার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কাকে কার্যত মান্যতা দিয়ে সিলিকন ভ্যালি ব্যাংকের এই বিপর্যয়। এই ব্যাংকটি দেউলিয়া হওয়ার পর আবার রবিবার বন্ধ হয়েছে আমেরিকার আরও এক জনপ্রিয় ব্যাংক সিগনেচার ব্যাঙ্ক। সিলিকনের মতোই এই ব্যাংকটিরও গচ্ছিত অর্থ এবং যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার।

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধের খবরে অস্বস্তিতে গ্রাহকরা। তবে ১০ মার্চ ব্যাংকটির ঝাঁপ পড়ে গেলেও ১৩ মার্চ, আজ ফের খুলবে সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান দপ্তর ও সমস্ত শাখা। জমা করা টাকার ‘অ্যাক্সেস’ পাবেন গ্রাহকরা। খবর এমনটাই। আর এরই মধ্যে জানিয়ে দেওয়া হল, ব্রিটেন শাখাটি চলে গেল HSBC ব্যাংকের দখলে।

[আরও পড়ুন: ‘আজানের আওয়াজ মাথাব্যথার, আল্লা কি বধির?’, বিজেপি বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে