Advertisement
Advertisement
Imran Khan

জামিন পেয়েও মিলল না রেহাই, ফের গ্রেপ্তার ইমরান খান

বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

Imran Khan arrested again after being released on bail। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 29, 2023 4:28 pm
  • Updated:August 30, 2023 1:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেয়েও মিলল না রেহাই। মঙ্গলবারই গ্রেপ্তার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এদিনই তোষাখানায় মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সাইফার মামলায় গ্রেপ্তার করা হল তাঁকে। আগামিকাল, বুধবার, ৩০ আগস্ট তাঁকে আদালতে তোলা হবে।

কী এই সাইফার মামলা?  প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। 

Advertisement

[আরও পড়ুন: প্রথম মহিলা প্রধান পাচ্ছে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন]

উল্লেখ্য, গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছিল তাঁকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস জেলে থাকতে হবে তাঁকে এবং পাঁচ বছর কোনও নির্বাচন লড়তে পারবেন না তিনি। কিন্তু শেষপর্যন্ত ইসলামাবাদ হাই কোর্ট তাঁর সাজা স্থগিত করে তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছিল। যদিও স্বস্তি আর পেলেন না ইমরান। ফের অন্য মামলায় তাঁকে ফের যেতে হল গরাদের পিছনে। 

Advertisement

[আরও পড়ুন: বেজিংয়ে জাপানের দূতাবাসে হামলা, ফুকুশিমার আঁচে ফুটছে চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ