BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

নিষিদ্ধ হবে ইমরানের দল! পাকিস্তানে ‘কাপ্তানে’র ইনিংস কি শেষ?

Published by: Monishankar Choudhury |    Posted: May 24, 2023 3:53 pm|    Updated: May 24, 2023 3:53 pm

Imran Khan's party to be banned? What Pakistan's defence minister said

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির মহানাটক মঞ্চস্থ হচ্ছে পাকিস্তানে। আর ফৌজ ও শরিফ সরকারের স্পটলাইটে রয়েছেন ইমরান খান। বিশ্বজয়ী পাক ‘কাপ্তানে’র ইনিংসে ইতি টানতে মরিয়া তারা। তবে জনবলে বলীয়ান প্রাক্তন প্রধানমন্ত্রী ময়দান ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে নিষিদ্ধ করা হতে পারে বলে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

ইমরানের খানের (Imran Khan) আশঙ্কা যে অমূলক নয় তা প্রমাণ করে বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে (পিটিআই) নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। দেশের ভিতে আঘাত করেছে পিটিআই। এর আগে এহেন ঘটনা কখনও ঘটেনি। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” এদিকে, আসিফের এই মন্তব্যের জেরে পাকিস্তানে ফের একবার অশান্তির আগুন জ্বলে উঠবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: বেকুব ‘ধূর্ত টার্মিনেটর’, একদিনে ১১০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের ধনীতম ব্যক্তি]

উল্লেখ্য, ইমরান খানের গ্রেপ্তারির পর থেকেই দেশটিতে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দল টিটিপি-কে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, ‘প্রায় ৭ হাজার পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। হিংসার নেপথ্যে কে বা কারা রয়েছে তা তদন্ত না করেই আমাদের সমর্থক, নেতৃত্ব এবং মহিলাদের জেলে ঢোকানো হয়েছে। আমাদের দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।” তিনি আরও লেখেন , ‘এরই মধ্যে আমাদের নিরাপত্তা সংস্থাগুলির মদতে সুপ্রিম কোর্টের দখল নিচ্ছে গুন্ডারা। সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। একবার এমনটা হলে পাকিস্তান নিয়ে যে স্বপ্ন আমরা দেখছি তা শেষ হয়ে যাবে।’

বিশ্লেষকদের মতে, একদা পাক সেনার পোস্টার বয় ছিলেন ইমরান। সেই সমীকরণ পালটে যেতেই ফৌজের বিষনজরে পড়েছেন ‘কাপ্তান’। তাঁকে গদিচ্যুত করেছে সেনাবাহিনী প্রকাশ্যে একথা বারবার বলেছেন তিনি। এবং সেনা ও শাহবাজ শরিফের সরকার তাঁর দলকে নিশানা করছে বলে অভিযোগ করেছেন তিনি। 

[আরও পড়ুন: চার্লসের রাজ্যাভিষেকে নিষ্প্রদীপ, ‘দ্য বস’ মোদির সফরে তেরঙায় উজ্জ্বল ওপেরা হাউস]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে