Advertisement
Advertisement
Pakistan

ইসলামিক স্টেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে পাকিস্তানের, রাষ্ট্রসংঘে চাপ বজায় রাখল ভারত

ভারতের দাবি, জঙ্গিদের 'স্বর্গরাজ্য' পাকিস্তান।

India slams Pakistan at UNSC, points its links with Islamic State, Haqqani Network in South Asia | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:February 11, 2021 12:26 pm
  • Updated:February 11, 2021 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে পাকিস্তান (Pakistan)। এমনই কটাক্ষ করে রাষ্ট্রসংঘে ইমরান খানের (Imran Khan) দেশের উপরে চাপ বজায় রাখল ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের (United Nations) নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের ইসলামাবাদকে কাঠগড়ায় তুলল নয়াদিল্লি। ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি আল কায়দা, হাক্কানি নেটওয়ার্কের পাশাপাশি আইএসের (Islamic State) মতো জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তান যোগের বিষয়টি তুলে ধরে অভিযোগ করেন, এর ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে।

এর আগেও বহু বার পাকিস্তানের জঙ্গি যোগ নিয়ে আন্তর্জাতিক আঙিনায় মুখ খুলেছে ভারত। সেই সুরই বজায় রেখে তিরুমূর্তির অভিযোগ, পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে দক্ষিণ এশিয়ার এই জঙ্গি দলগুলির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁর কথায় উঠে আসে আফগানিস্তানে শান্তি আলোচনার মাঝেই লাগাতার ঘটে চলা জঙ্গি হামলার বিষয়ও। তাঁর কথায়, ”সারা বিশ্ব জানে, এই জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানে তাদের নিরাপদ স্বর্গ গড়ে তুলে সেখান থেকে একের পর এক নাশকতামূলক হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানে হওয়া একের পর এক জঙ্গি হামলাও। এর ফলে সেখানকার শান্তিপ্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।” প্রসঙ্গত, সম্প্রতি কাবুল-সহ আফগানিস্তানে লাগাতার জঙ্গি হামলায় তালিবানদের দিকে আঙুল উঠলেও বহু ক্ষেত্রেই আইসিসকেও কাঠগড়ায় তোলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন : ‘ধৈর্যের বাঁধ ভাঙছে’, টুইটারের শীর্ষকর্তাদের হুঁশিয়ারি কেন্দ্রের, হতে পারে গ্রেপ্তারিও]

এদিকে ভারতের এদিনের অভিযোগের ফলে পাকিস্তানের উপরে চাপ যে আরও বাড়বে, তাতে সন্দেহ নেই। FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর ধূসর তালিকা থেকে তারা বেরতে পারবে কিনা, সেই নিয়ে এমনিতেই উত্তেজনা রয়েছে। শীঘ্রই FATF-এর বৈঠক রয়েছে। সেখানেই নির্ধারিত হবে পাকিস্তানের ভবিষ্যৎ। এহেন পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি শোধরাতে মরিয়া ইমরান সরকার। ঠিক তখনই ভারতের অভিযোগ ইসলামাবাদকে বাড়তি চাপে ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে আগের অবস্থানই ধরে রেখেছে চিন। আগেও তারা এবিষয়ে বাধা দিয়েছে। এবার তাদের অতিরিক্ত দাবি, ‘প্যাকেজ সমাধান’ ঘোষণা করা হোক সদস্যসংখ্যা বাড়ানোর আগে।

[আরও পড়ুন : প্যাংগং হ্রদ থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement