Advertisement
Advertisement

Breaking News

সুষমার কথা ধার করেই ভারতকে ‘মিনমিনে’ জবাব পাকিস্তানের

উত্তর দেওয়ার ভাষাও নেই পাকিস্তানের!

India sponsoring terror, Pakistan hits back at UN
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2017 7:50 am
  • Updated:September 24, 2017 7:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জবাবের ভাষাও যেন ফুরিয়েছে। রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তুলোধোনা করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তার উত্তর না দিলেও নয়। অথচ যুক্তিসংগত উত্তরও কিছু নেই। এই পরিস্থিতিতে সুষমার কথা ধার করেই মিনমিন করে ভারতকে জবাব দিল পাকিস্তান।

‘বিজ্ঞানী বানাচ্ছে ভারত, পাকিস্তানের সৃষ্টি লস্কর’ ]

Advertisement

রাষ্ট্রসংঘে পাকিস্তানকে যে মেজাজে আক্রমণ করেছেন সুষমা, তা নিয়ে সরগরম আন্তর্জাতিক মহল। পাকিস্তানের দুমুখো নীতির একরমক পর্দা ফাঁস করেছেন বিদেশমন্ত্রী। কোনওরকম রাখঢাক নয়। সাফ জানিয়েছেন, ভারত যখন বিজ্ঞানী-ইঞ্জিনিয়ার তৈরি করে, তখন পাকিস্তানের প্রশ্রয়ে তৈরি হয় লস্কর জঙ্গি। পাকিস্তান যে সন্ত্রাসের ভূমি তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখেননি সুষমা। এর প্রত্যাঘাত পাকিস্তানের থেকে প্রত্যাশিত ছিল। কিন্তু উত্তর দেওয়ার মতো যুক্তি নেই। ফলে সুষমার কথা ধার নিয়েই ভারতকে পালটা দক্ষিণ এশিয়ার সন্ত্রাসের ভূমি বলে তোপ দেগেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালীহা লোধি। তাঁর অক্রমণের নিশানায় কেন্দ্রীয় শাসকদল।

Advertisement

বিজেপি ও আরএসএস গান্ধী হত্যায় অভিযুক্ত বলে বিঁধেছেন লোধি। তাঁর দাবি, ভারত এমন ভূমি যেখানে গো-রক্ষার নামে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে। দেশের অভ্যন্তরে ফ্যাসিস্ট রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। আর তাই দক্ষিণ এশিয়ার মধ্যে সন্ত্রাসের সবথেকে বড় ভূমি হিসেবে ভারতকেই চিহ্নিত করেছেন তিনি। যদিও রাষ্ট্রসংঘে সুষমা যেভাবে পাকিস্তানকে তুলোধোনা করেছেন, তার জবাবে কোনও যুক্তিই দিতে পারেননি লোধি। স্রেফ ব্যক্তিগত আক্রমণ আর কাশ্মীর কচকচিতেই নমো নমো করে জবাব দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সুষমাকে জবাব দেওয়ার মতো কিছু যুক্তিও নেই। তাই সুষমার ভাষা ধার করেই কোনওরকমে মিনমিনে জবাব দিল পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ