সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যান্সি পেলোসি। আমেরিকার ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর প্রাক্তন স্পিকার। তাঁর বিরুদ্ধেই এবার লড়বেন এক বঙ্গসন্তান। নাম সৈকত চক্রবর্তী। যদিও তাঁর জন্ম মার্কিন মুলুকেই। কিন্তু তাঁর শিকড় এদেশের। কেননা বাবা-মা দুজনই ভারতীয়। আচমকাই চর্চায় সৈকত।
৩৯ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত একজন সমাজকর্মী। তিনি বর্তমান ডেমোক্র্যাট নেতৃত্বের প্রতি যারপরনাই হতাশা ব্যক্ত করেছেন। তাঁর মতে, আমেরিকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ডেমোক্র্যাট নেতা-নেত্রীরা। এই পরিস্থিতিতে ৮৪ বছরের ন্যান্সির বিরুদ্ধেই কংগ্রেস সদস্য হওয়ার লড়াইয়ে নামতে চলেছেন তিনি। প্রসঙ্গত, ২০২৬ সালের নভেম্বরে ওই আসনের লড়াই। ন্যান্সির কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
পেলোসিকে তীব্র কটাক্ষ সৈকতের
এক্স হ্যান্ডলে সৈকত লিখেছেন, ‘আমি সান ফ্রান্সিসকোয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য ন্যান্সি পেলোসির বিরুদ্ধে লড়ব। আমি জানি পেলোসি ফের লড়ছেন এটা জেনে অনেকেই বিস্মিত, কিন্তু তিনি লড়ছেন। ২১তম মেয়াদের জন্য।’ আর এই প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, ন্যান্সি যখন প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন, সেই সময় একার আয়েই একটি বাড়ি কেনা সম্ভব ছিল আমেরিকায়। রিপাবলিকানদের জলবায়ু পরিবর্তন নিয়ে কোনও অবিশ্বাস ছিল না। ভোটের ফল যা হত সেটাকেই তাঁরা মেনে নিতেন। সম্মান করতেন। এভাবেই ন্যান্সিকে খোঁচা দেওয়ার সময় ট্রাম্প শিবিরকেও তুলোধনা করেছেন মার্কিন বঙ্গসন্তান।
কে এই সৈকত চক্রবর্তী?
টেক্সাসের বাসিন্দা সৈকত একজন রাজনৈতিক পরামর্শদাতা, বামপন্থী সমাজকর্মী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হাভার্ডের এই প্রাক্তনী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালির বহু সংস্থায় কাজ করার পর ২০১৬ সাল থেকে বার্নি স্যান্ডার্সের হয়ে প্রচারে যুক্ত হন তিনি। মার্কিন কংগ্রেসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কোর্টেজের হয়ে প্রচারও করেন তিনি। তাঁর ‘চিফ অফ স্টাফ’ ছিলেন সৈকত। সেই শুরু। এরপর থেকে পুরোদস্তুর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.