Advertisement
Advertisement

মার্কিন সেনানী হয়েও সুন্দরী প্রতিযোগিতায় সেরা এই প্রবাসী ভারতীয়

এ কাহিনি জানলে আপনিও কুর্নিশ জানাতে বাধ্য হবেন।

Indian origin US Army soldiers bags beauty queen title
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 17, 2018 9:44 am
  • Updated:September 17, 2019 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে সৌন্দর্যের সঙ্গে গুণ একই শরীরে থাকতে পারে না? অবশ্যই পারে। কিছুদিন আগেই এ কথা প্রমাণ করেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। দেশের সৌন্দর্যের ইতিহাসে প্রায় দেড় দশকের খরা কাটিয়ে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরেছেন ডাক্তারির ছাত্রী। এবার তাই করে দেখালেন আরও এক প্রবাসী ভারতীয়। অনন্যা অরোরা। বিশ্বস্ত এই মার্কিন সেনানী পেলেন ক্যানসাসের উইচিটা এলাকার সেরা এশীয় সুন্দরীর তকমা।

[অবশেষে রোহিঙ্গা শরণার্থীদের ফেরাতে চুক্তি স্বাক্ষর মায়ানমারের]

Advertisement

কল্পনা চাওলার মহাকাশযান যখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল ১২ বছরের অনন্যা তখন দিল্লির বাসিন্দা। সেই একটা ঘটনাই নাড়িয়ে দিয়েছিল তাঁকে। তখনই ভেবে নিয়েছিলেন মহাকাশচারী হবেন। সেই তাগিদেই পাড়ি দেন আমেরিকায়। মার্কিন সেনায় যোগ দেন। বর্তমানে ইউএস এয়ার ফোর্সের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার তিনি। আপাচ-এর মতো অত্যাধুনিক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। সে দায়িত্ব ভালভাবেই পূরণ করেন প্রবাসী তরুণী। তবে এর পাশাপাশি সাজগোজ সম্পর্কেও যথেষ্ট সচেতন।

Advertisement

1924030_10208464263466976_1929503764775982393_n

[ঠিক বলতে চায় আপনার পোষ্যটি? নির্ভুলভাবে জানিয়ে দেবে এই যন্ত্র]

তবে আমেরিকায় থাকলেও মনেপ্রাণে নিজেকে ভারতীয়ই মনে করেন অনন্যা। আর একটা বিষয় বড্ড খারাপ লাগত তাঁর। মার্কিন মুলুকের বাসিন্দাদের কাছে এশীয় মানেই চিন, জাপান, কোরিয়ার বাসিন্দা। ভারতও যে তার অভিন্ন অঙ্গ। এ কথা বারবার মনে করিয়ে দিতে হয় তাঁদের। আর তা বলিষ্ঠভাবে জানান দিতেই উইচিটা-র মিস এশিয়ান ফেস্টিভ্যালে অংশ নেন অনন্যা। খেতাবও জিতে যান। এই খেতাবই তাঁকে ভারতীয়দের কথা দূরদেশে প্রচার করতে সাহায্য করবে বলে মনে করেন অনন্যা। এলাকার সেরা সুন্দরী হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন তিনি। সেখানে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরবেন। তবে এরই মাঝে মহাকাশ পাড়ি দেওয়ার স্বপ্নটিও রয়েছে। সেটিও যে পূরণ করতে হবে প্রবাসী ভারতীয়কে।

[৩০০ বছরের পুরনো জলদস্যুর ভূতকে বিয়ে করলেন মহিলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ