Advertisement
Advertisement

ভারতকে কটূক্তি করে পাক নির্বাচন জিততে মরিয়া নওয়াজের দল

কী করছে জানেন?

Indians will come to Wagah Border and call Pakistanis their master: PMLN President Shehbaz Sharif
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 4:45 pm
  • Updated:July 22, 2018 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ভোটে জেতা যে কার্যত অসম্ভব তা আগেই বুঝেই গিয়েছেন, তাই কোনও রকমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতকেই ব্যবহার করতে চাইছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ৷ সেজন্যই, ভারতের নামে গাল-মন্দ করে পাকিস্তানীদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে তারা৷ ঠিক এই ভাষাতেই দলের সভাপতি শেহবাজ শরিফের সাম্প্রতিক ভাষণকে ব্যাখ্যা করতে চাইছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

[দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছেন মালিক, পোষ্যের কীর্তি দেখে অবাক বিশ্ব]

Advertisement

কী বলেছেন শেহবাজ শরিফ? সারগোধার একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে সভ্যতার সমস্ত মাত্রা ছাড়িয়ে যান তিনি৷ বলেন, ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যে ভারতকে পাকিস্তানের সামনে মাথানত করাতে বাধ্য করবে তাঁদের সরকার৷ ওয়াঘা বর্ডারে দাঁড়িয়ে ইসলামাবাদ তাদের প্রভু বলে মেনে নেবে নয়াদিল্লি৷ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ প্রধানের এই বক্তব্যের পরেই দানা বেঁধেছে বিতর্ক৷ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই পাগলের প্রলাপ বকছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা৷ এমনই কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে৷ তাঁদের মতে, দুর্নীতি কাণ্ডে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্রেপ্তারির পর এখন কার্যত দেশের মধ্যেই একঘরে হয়ে গিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ৷ এমত অবস্থায় ভারতের নামে কু-বাক্য প্রয়োগ করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তারা এমনই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ৷

Advertisement

[চূড়ান্ত হবে রণকৌশল, মুখোমুখি বসছেন মোদি ও ট্রাম্পের প্রতিনিধিরা]

দাদা নওয়াজের মতো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শেহবাজ শরিফ নিশানা করেছে প্রাক্তন ক্রিকেটর তথা তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানকেও৷ প্রাক্তন পাক অধিনায়কের সমালোচনা করে বলেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেছেন ইমরান খান৷ তার বিরুদ্ধে আনা দুর্নীতির একটা অভিযোগই প্রমাণ করতে পারেননি তেহরিক-ই-ইনসাফ নেতা৷ আর্থিক দুর্নীতির অভিযোগে বর্তমানে দশ বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং একই দোষে সাত বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন তাঁর কন্যা মারিয়ম৷ ভাষণে, তাঁদেরকে সমর্থন করতেও শোনা গিয়েছে শেহবাজ শরিফকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ