Advertisement
Advertisement

বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া জারি ১০ লক্ষ মুসলিম ধর্মগুরুর

মৌলবাদীরা যা করছে তা সম্পূর্ণ ইসলামবিরুদ্ধ৷

Islamic Religious leaders are against communalism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 10:51 am
  • Updated:June 15, 2016 10:51 am  

নিজস্ব সংবাদদাতা: পবিত্র রমজান মাসেই সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে সরাসরি জেহাদ ঘোষণা করলেন মুসলিম ধর্মগুরুরা৷

সম্প্রতি বাংলাদেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র মানবজাতির শান্তি প্রার্থনা করে প্রায় ১০ লক্ষেরও বেশি ধর্মগুরু সন্ত্রাসবাদের বিরু‌দ্ধে ফতোয়া জারি করেছেন৷  ইসলামিক নেতা ও উলেমা ছাড়াও এঁদের মধ্যে রয়েছেন ইসলাম বিশেষজ্ঞ, দার্শনিকরাও৷ তাঁদের দাবি, মানুষকে হত্যা করার ব্যাপারটি সম্পূর্ণ ‘ইসলামবিরোধী’৷

Advertisement

এই ধরনের ফতোয়া জারির ধারণাটি সর্বপ্রথম জামাত ই উলেমা মৌলানার সাধারণ সচিব ফারিদুদ্দিন মাসুদের মাথায় আসে৷ এ বিষয়ে পুলিশের সাহায্যও চেয়েছেন তিনি৷ মাসুদ বলেন, “ মৌলবাদীরা যা করছে তা সম্পূর্ণ ইসলামবিরুদ্ধ৷ এতে তাদের বেহস্ত লাভ তো হবেই না৷ বরং জাহান্নামের দিকে এগিয়ে যাবে তারা৷ …এই অমুসলিম, সংখ্যালঘু ও বুজিীবীদের হত্যা নিষিদ্ধ রয়েছে ইসলামে৷” তিনি জানান, এই ফতোয়ার মূল অংশে ছিল প্রশ্নোত্তর পর্ব৷ এখানে মৌলবাদীদের করা টি প্রাথমিক প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপার ছিল৷ এর সবকটিই বিশ্লেষণ করা হয়েছে পবিত্র কোরান ও হাদিস উদ্ধৃত করে৷ স্বাক্ষর চেয়ে এরপর সেটি পাঠানো হয় সারা দেশের ধর্মগুরুদের কাছে৷ অবিশ্বাস্যভাবে ১০  লক্ষেরও বেশি ধর্মগুরু তাতে স্বাক্ষর করেন৷ চূড়ান্ত পর্বের খসড়াটি প্রস্তুত করেছেন ৩০০ জন উলেমা৷ এঁরা প্রত্যেকেই বলেছেন, ইসলাম মতে অমুসলিমদের হত্যা করা  নিষিদ্ধ৷ আগামী ১৮ জুন সেটি প্রকাশ্যে আনা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement