সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় একের পর এক ব্যাংকের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ায় ফের ব্যাপক মন্দার আশঙ্কায় কাঁপছে বিশ্ব। গত শুক্রবার বন্ধ হয়েছিল সিলিকন ভ্যালি ব্যাংক (Silicon Valley bank) আর রবিবার নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংকের ঝাঁপ পড়ে। পরপর এহেন বিপর্যয়ে রীতিমতো আতঙ্কিত গ্রাহকরা। উদ্বেগের ভাঁজ প্রশাসনের কপালেও। ব্যাংক বিপর্যয়ের দায় পূর্বতন সরকারের উপর চাপিয়ে গা বাঁচানোর চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আর তাতেই ধৈর্য হারিয়ে মাঝপথ থেকে সাংবাদিক বৈঠক ছেড়ে চলে গেলেন বাইডেন।
“Can you assure Americans that there won’t be a ripple effect? Do you expect other banks to fail?”
BIDEN: *shuts door* pic.twitter.com/CNuUhPbJAi
— RNC Research (@RNCResearch) March 13, 2023
রবিবার ব্যাংক বিপর্যয়ের জন্য পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনকে দায়ী করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ওবামা-বাইডেন প্রশাসনের সময় সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে বেশ কিছু কড়া পদক্ষেপ করা হয়েছিল। ২০০৮ সালের মতো বিপর্যয় রুখতে তখন ডোড-ফ্র্যাংক আইন আনা হয়। কিন্তু পূর্ববর্তী প্রশাসনের সময় তা শিথিল করে দেওয়া হয়।” এরপর এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট (President), যা ঘটেছে তা কেন ঘটেছে, সে সম্পর্কে কতটা জানেন? আপনি কি নিশ্চিত করতে পারেন ভবিষ্যতে আর কখনও এমনটা হবে না?”
[আরও পড়ুন: ‘মরে গেলে বিচার করে কী লাভ’, আদালতে বিস্ফোরক পার্থ, নিজেকে নির্দোষ দাবি অর্পিতার]
এই প্রশ্নের উত্তর না দিয়ে হোয়াইট হাউসের (White House)প্রেস রুম ছেড়ে হেঁটে বেরিয়ে যান বাইডেন। সেসময় আরেকজন প্রশ্ন করে ওঠেন, ”অন্যান্য ব্যাংকও কি ফেল করবে?” তারও কোনও উত্তর দেননি বাইডেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলেই এই দৃশ্য দেখা গিয়েছে। তা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। যথারীতি তীব্র সমালোচনাও শুরু হয়েছে।
[আরও পড়ুন: করোনাকালে মাধ্যমিকে বসতে হয়নি, HS দিতে পরীক্ষা কেন্দ্রের বদলে নিজের স্কুলেই হাজির ছাত্রী!]
এটাই প্রথম নয়, এর আগেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে। ২০২১ সালে এক সাংবাদিক চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে চলে যান। সেসময় সাংবাদিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল, উনি প্রশ্নের উত্তর জানেন না বলে এড়িয়ে যাচ্ছেন। এবার তিনি মাঝপথেই বেরিয়ে গেলেন সাংবাদিক বৈঠক থেকে।