Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেই

ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপানের পাহাড়ি কন্যা৷

Junko Tabei, The first woman to climb Mount Everest died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 5:41 pm
  • Updated:January 10, 2020 7:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ি গ্রামে জন্ম৷ ছোটবেলা থেকেই উচ্চতাকে ছোঁয়ার অদম্য নেশা পেয়ে বসেছিল৷ মাত্র চার বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন জাপানের নাসু পাহাড়ের চূড়ায়৷ সেই শুরু৷ তারপর আর কোনও দিন পিছনে ফিরে তাকাননি প্রথম এভারেস্ট জয়ী মহিলা৷ জুনকো তাবেই৷ ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের এই পাহাড়ি কন্যা৷

সারা জীবন পাহাড়কেই সমর্পিত করেছিলেন জুনকো৷ প্রায় ৭০টি দেশের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিলেন তিনি৷ তবে ১৯৭৫ সালের ১৬ মে তাঁর কাছে আজীবনের সম্পদ৷ এই দিনেই প্রথম মহিলা হিসেবে বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন জুনকো৷ তিনিই একমাত্র মহিলা, যাঁর ‘সেভেন সামিটস’ জয়ের খেতাব রয়েছে৷

Advertisement

১৯৬৯ সালে তৈরি করেছিলেন লেডিস ক্লাইম্বিং ক্লাব৷ জাপানের মতো পুরুষতান্ত্রিক সমাজে ক্রমাগত মহিলাদের উৎসাহ দিয়ে গিয়েছেন ঘরের বাইরে বের হতে৷ অজানাকে জয় করতে৷ কারণ তাঁর বিশ্বাস ছিল, কেবলমাত্র দক্ষতা আর কৌশল নয়, প্রতিকুলতাকে জয় করতে প্রয়োজন ইচ্ছাশক্তির৷ একমাত্র ইচ্ছাশক্তির জোরেই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে মানুষ৷

Advertisement

শেষ বয়সে ক্যানসার থাবা বসিয়েছিল৷ কিন্তু দমাতে পারেনি পাহাড় পাগল মানুষটাকে৷ মারণ রোগের তোয়াক্কা না করেও চার-চারটি সামিট করেছিলেন৷ সোনালী এই যাত্রার ইতি হল গত ২০ অক্টোবর৷ জাপানেরই এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাপানের পাহাড়ি কন্যা৷ রেখে গেলেন একরাশ স্মৃতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ