১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

নাবালক সন্তানদের কাছে বন্দুক রেখে বিদেশে ঘুরতে গেলেন মা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 1, 2017 9:24 am|    Updated: October 1, 2017 9:24 am

leaving 4 kids home alone, USA lady goes to vacation, arrested

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে চারটি সন্তান। সবথেকে বড় দু’জনের বয়স ১২। বাকি দু’জনের বয়স ৭ ও ৬। তাদের বাড়িতে একলা রেখে বিদেশে ঘুরতে চলে গিয়েছিলেন মা। তাঁর অনুপস্থিতিতে সন্তান দেখভাল কে করবে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। তবে নিরাপত্তার কথা ভেবে শিশুদের হাতের কাছে গুলিভরা বন্দুক রেখে গিয়েছিলেন ওই মহিলা। দেশে ফিরতেই এরিল লি ম্যাকে নামে ওই মার্কিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[পাক বিদেশমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হাফিজ সইদের]

জানা গিয়েছে, আমেরিকার আইওয়ায় চার সন্তানকে নিয়ে থাকেন এরিল। সন্তানদের কেউই প্রাপ্তবয়ষ্ক নয়। সম্প্রতি চার সন্তানকে বাড়ি রেখে ১১ দিনের জন্য জার্মানি ঘুরতে যান এরিল। সন্তানদের দেখভালের কোনও ব্যবস্থা করেননি তিনি। তবে নিরাপত্তা কথা ভেবে একরত্তি শিশুদের হাতে কাছে একটি গুলিভরা বন্দুক রেখে গিয়েছিলেন বছর তিরিশের ওই মার্কিন মহিলা। ঘটনার কথা জানতে পেরে পুলিশে খবর দেন এরিলের প্রতিবেশী। পুলিশে বাড়িতে গিয়ে দেখে, চারজন শিশু ছাড়া সেখানে আর কেউ নেই। শিশুদের উদ্ধার করে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিসের হাতে তুলে তুলে দেওয়া হয়। অন্যদিকে এরিল লি ম্যাকে-কে ফোন  করে অবিলম্বে দেশের ফিরে আসার নির্দেশ দেয় মার্কিন পুলিশ।

[অশালীন ভঙ্গিতে চলল মিলিটারি প্রশিক্ষণ, ভিডিও নিয়ে বিতর্কের ঝড়]

আমেরিকায় ফিরতেই এরিল লি ম্যাকে-কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে শিশুদের বিপদে ফেলা ও ২১ বছরের কম বয়সিদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[জানেন, মোনালিসার নগ্ন ছবিও এঁকেছিলেন ভিঞ্চি?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে