Advertisement
Advertisement

Breaking News

দিল্লির উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর মালদ্বীপের

কেন এমন সিদ্ধান্ত?

Maldives snub to India, inks pact with Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2018 3:40 pm
  • Updated:July 7, 2018 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সখ্যতা জমিয়ে প্রত্যেকদিনই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছে মালদ্বীপ৷ প্রথমে ভারতের দেওয়া সামরিক সাহায্য নাকচ করেছে তারা৷ এমনকী ভারতীয় সেনার কর্মীদের দেশ ছাড়া করারও হুমকি দিয়েছ ইয়ামিন সরকার ৷ ভারতকে টপকে সোজা পাকিস্তানকে নিজেদের দেশে তাপবিদ্যুৎ প্রকল্পে নিনিয়োগের  রাস্তা খুলে দিল মাল৷ যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে দিল্লির দরবারে৷

[রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আর্থিক প্যাকেজ ঘোষণা এডিবির]

Advertisement

জানা গিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানে গিয়েছিল মালদ্বীপ প্রশাসনের তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থা স্টেলকো-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল৷ তাদের প্রকল্পে ইসলামাবাদ যাতে বিনিয়োগ করতে পারে সেই সংক্রান্ত একটি মউ স্বাক্ষর করে এসেছেন তাঁরা৷ যাকে হালকা ভাবে নিতে নারাজ ভারত৷ কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে তাঁদের দেশে ভারতকে পুলিশ অ্যাকাডেমি তৈরির অনুমতি দিচ্ছে না মালদ্বীপ প্রসাসন৷ কিন্তু তারা পাকিস্তানকে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি অনুমতি দিচ্ছে৷ এর থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখতে ইচ্ছুক নয় মাল৷

Advertisement

[গুহায় আটকে ১২ জন খুদে ফুটবলার, উদ্ধারে গিয়ে মৃত থাই নৌসেনার প্রাক্তন কর্মী]

তবে এই বিষয়েও বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে ধন্দ্ব৷ তাঁদের মতে, এতদিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধানে বিভিন্ন সময়ে চিনের কাছ থেকে সাহায্য নিয়ে এসেছে মালদ্বীপ৷ ফলে হঠাৎ করে কেন তারা পাকিস্তানের দিকে ঝুঁকল তা অনুমান করতে পারছেন না অনেকেই৷ তবে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতেই বেশি আগ্রহী তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ