Advertisement
Advertisement

Breaking News

নিউ ইয়র্কের বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১২

কী কারণে বহুতলটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়।

Massive fire in New York apartment, 12 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2017 5:36 am
  • Updated:December 29, 2017 5:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্ক শহরের একটি বহুতলে ঘটা অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত বহু।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি বহুতলে আগুন লাগে। আবাসনটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ফলে নিরাপদে বেরিয়ে আসার পথ না পেয়ে আটকে পড়েন অনেকেই। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। উদ্ধারকার্য শুরু করেন প্রায় ১৬০ জন দমকলকর্মী। দ্রুত বের করে আনা হয় আটকে পড়া বাসিন্দাদের। উদ্ধার করা হয় বেশ কয়েকটি মৃতদেহ। আশেপাশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম বলে জানান মেয়র বিল ডে ব্লাসিও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বহুতলটিতে ছিল না আগুন নেভানোর কোনও ব্যবস্থা। ছিল না লিফ্টও। ফলে আগুন ছড়িয়ে পড়ার পর দিশেহারা হয়ে পড়েন লোকজন। ঘটনাটিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে কী কারণে বহুতলটিতে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০০৭ সালে ভয়াবহ আগুন লাগে ব্রঙ্কসের একটি আবাসনে। ওই ঘটনায় মৃত্যু হয় নয় জনের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই মুম্বইয়ের কমলা মিলস কমপাউন্ডের বহুতলে আগুন লাগে। সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় অনেকেরই দমবন্ধ হয়ে যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৬ জন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বৃহণ্মুম্বই পুরসভা ব্যবস্থা নেয়। পাঠানো হয় অগ্নিনির্বাপক, অ্যাম্বুল্যান্স। তাতেও ১৪ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণে।

[গভীর রাতে আগুনের গ্রাসে মুম্বইয়ের বহুতল, মৃত অন্তত ১৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ