Advertisement
Advertisement

মানুষের তৈরি ভাসমান স্বপ্নের দ্বীপ-প্রাসাদ

ভাসমান দ্বীপ৷ এতে আর নতুন কী? নতুন আছে বৈকি৷ এ দ্বীপ যেমন তেমন তৈরি নয়৷ মানুষের তৈরি এক আশ্বর্য দ্বীপ৷

Meet the man who lives on a floating island made of plastic bottles
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 6:49 pm
  • Updated:May 24, 2016 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভাসমান দ্বীপ৷ এতে আর নতুন কী? নতুন আছে বৈকি৷ এ দ্বীপ যেমন তেমন তৈরি নয়৷ মানুষের তৈরি আশ্বর্য দ্বীপ যা তৈরি দেড় লক্ষ পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে৷ শখের এই দ্বীপ তৈরি করেছেন ষাটোর্ধ এক মেক্সিকান৷ নাম রিচার্ট সোয়া৷

সাত বছর ধরে নিজের এই স্বপ্নের দ্বীপটি তৈরি করেছেন রিচার্ট৷ শুধু তাই নয় এর উপরেই তৈরি করেছেন নিজের দ্বিতল প্রাসাদ৷ কী নেই তাতে? ইন্টারনেট কানেকশন, বৃষ্টির জল ধরে রাখার সরঞ্জাম, বিদ্যুতের জন্য সোলার প্যানেল, ওয়াশিং মেশিন, এমনকি স্নানের জন্য জাকুজিও৷

Advertisement

ছোটবেলা থেকে দেখা স্বপ্নের এই প্রাসাদে অবশ্য একা থাকেন না রিচার্ট৷ সঙ্গে থাকেন প্রেমিকা ও এক পোষ্য৷ রোজগার করতে বাইরেও যেতে হয় না তাঁকে৷ কারণ প্লাস্টিকের এই ভাসমান দ্বীপ দেখতে  মেক্সিকোর ইসলা মুখেরেস বে-তে সারা বছরই ভিড় লেগে থাকে পর্যটকদের৷ তাঁদের ডোনেশনে দিন ভালই কেটে যায় রিচার্টের৷ তাই নিজের দ্বীপের নাম দিয়েছেন ‘জোয়েক্সি আইল্যান্ড’৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ