সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশালীন মন্তব্যের বিতর্কে কোণঠাসা ডোনাল্ড ট্রাম্পের ইমেজ উদ্ধারের জন্য এবারে আসরে নামলেন স্ত্রী মেলানিয়া৷ স্বামীকে ক্লিনচিট দিয়ে শ্রীমতি ট্রাম্পের যুক্তি, তাঁকে প্ররোচিত করা হয়েছিল এই ধরণের মন্তব্য করার জন্য৷
কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের ২০০৫ সালে সঞ্চালক বিলি বুশকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসে৷ যাতে ট্রাম্প উক্তি করেন, সেলিব্রিটি হলেই মহিলারা সহজলভ্য হয়ে যান৷ তারপর তিনি ব্যাখ্যা করেন, কীভাবে এক বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন৷ বহু মহিলাকেও চুম্বনের কথাও বলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী৷
এরপরই ট্রাম্পের অশালীন ভাষা নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ বিপাকে পড়ে ক্ষমাও চান ট্রাম্প৷ তাতে অবশ্য তেমন কোনও লাভ হয়নি৷ বিতর্কের মুখ থেকে স্বামীকে উদ্ধার করতে তাই আসরে নামেন মেলানিয়া ট্রাম্প৷ স্বামী প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি৷
মেলানিয়ার যুক্তি, ট্রাম্প একজন নিপাট ভদ্রলোক৷ তাঁর মুখ থেকে এই ধরণের কথা আগে কোনওদিন শোনেননি তিনি৷ সঞ্চালক বিলি বুশের প্ররোচনাতেই এই কাজ করে ফেলেছেন তিনি৷ ঘটনা জানাজানি হওয়ার পর এবিষয়ে ট্রাম্পের কাছে উত্তর চেয়েছিলেন মেলানিয়া৷ ট্রাম্প নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ তিনি ক্ষমাও করে দিয়েছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.