সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন কাজের চাপে ভীষণ মাথা ধরে যায়? কখনও মাথা ব্যথার ওষুধ, কখনও বা ঘুম, কখনও আবার তেল মালিশ- এসবের মাধ্যমেই খানিক স্বস্তি মেলে এই অসহ্য মাথার যন্ত্রণা থেকে৷ কিন্তু মাথা ব্যথার কারণ অজানাই থেকে যায়৷ কোনওরকম চিকিৎসা হয় না| আর এতেই লুকিয়ে থাকে জটিল অসুখের ভ্রুণ৷ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই মাথা ধরার অসুখ খুবই বিপজ্জনক৷ গবেষণায় জানা গিয়েছে, যে মহিলাদের মাইগ্রেনের সমস্যা থাকে, তাঁদের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি হয়৷
জার্মানির ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থ স্কুল অফ ইউএস-এর গবেষকরা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, যে মহিলারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাঁদের হৃদযন্ত্রের সমস্যা হওয়ার প্রবণতা থাকে৷ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও তাঁদের বেড়ে যায়৷ ২১ থেকে ৪২ বছর বয়সী ১১৫,৫৪১ জন মহিলার মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যে মহিলাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁদের হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা রয়েছে আর যাঁদের মাইগ্রেন নেই তাঁদের চেয়ে বেশ কিছুটা বেশি৷
গবেষণা বলছে মাইগ্রেনের সমস্যা কেবল হার্ট অ্যাটাক নয়, আরও নানাধরনের হৃদযন্ত্রের সমস্যার সৃষ্টি করে৷ স্ট্রোক, অ্যাঞ্জিনা ইত্যাদি অসুস্থতা দেখা দেওয়ারও সম্ভাবনা থাকে এক্ষেত্রে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.