Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

প্যারিস পৌঁছলেন মোদি, লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনা ফরাসি প্রধানমন্ত্রীর

ম্যাক্রোঁ-মোদি বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

Narendra Modi has reached France for Bastille Day celebrations as the Guest of Honour।Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 13, 2023 6:57 pm
  • Updated:July 13, 2023 7:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের ফ্রান্স সফরে প্যারিস পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিমানবন্দরে লাল গালিচায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে। ভারত-ফ্রান্স কৌশলগত সহযোগিতার ২৫ বছর পূর্ণ হল এবছর। সেই উপলক্ষেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ছবির দেশ, কবিতার দেশে গেলেন মোদি।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে বৈঠক করবেন মোদি। যাবেন ফরাসি সেনেটেও। সেখানে সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারের সঙ্গেও দেখা করবেন তিনি। তারপর ভারতীয় সময়ে রাত এগারোটা নাগাদ প্রবাসি ভারতীয়দের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। তারপর তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে নৈশভোজে যাবেন এলিসি প্যালেসে।   

Advertisement

[আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রকের সবুজ সংকেত, ভারতীয় নৌসেনার হাতে আসছে ২৬টি রাফাল যুদ্ধবিমান!]

আগামিকাল অর্থাৎ ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে (Bastille Day)। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ প্রধানমন্ত্রী মোদি। সেই অনুষ্ঠানে ফরাসি সেনার সঙ্গে প্যারেডে অংশ নেবে ভারতীয় ফৌজের একটি সেনাদলও। তারপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন মোদি। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও মজবুত হয় সেই বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়েও নানা আলোচনা হবে।

Advertisement

প্রসঙ্গত, রাফালে-এম যুদ্ধবিমান কেনার বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ভারত। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সেই ছাড়পত্র মিলেছে। ২৬টি রাফালে-এম যুদ্ধবিমানের জন্য ৯০ হাজার কোটি টাকার চুক্তি হবে ফ্রান্স ও ভারতের মধ্যে। এর মধ্যে ২২টি ‘সিঙ্গল সিটার’,বাকি চারটি ‘ফোর সিটার’ যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। এইসঙ্গে তিনটি সাবমেরিন নিয়েও চুক্তি করবে ভারত। 

[আরও পড়ুন: বিনামূল্যে সব পাওয়ার মূল্য দিতে হচ্ছে! বন্যা দুর্গত দিল্লিবাসীকে ‘খোঁচা’ গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ