Advertisement
Advertisement

নাইজেরিয়ায় চার্চের ছাদ ভেঙে মৃত ১৬০

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা...

Nigerian church collapse: Toll rises to 160
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 8:49 pm
  • Updated:December 11, 2016 8:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার্চের ছাদ ভেঙে উত্তর নাইজেরিয়ায় মৃত্যু হল অন্তত ১৬০ জনের৷ শনিবার প্রার্থনার সময় চার্চে দমবন্ধ করা ভিড় ছিল বলে জানা গিয়েছে৷ সেই সময় আচমকাই ছাদ ভেঙে তার নিচে চাপা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন উপস্থিত পুণ্যার্থীরা৷ মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ রবিবার স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷

‘ইউনিভার্সিটি অফ উয়ো টিচিং হসপিটাল’ সূত্রে খবর, উয়ো শহরের রেইনার্স বাইবেল চার্চ ইন্টারন্যাশনালে নির্মাণকাজ চলছিল৷ চার্চে সেই সময় উপস্থিত ছিলেন পুণ্যার্থী ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা৷ আচমকাই ছাদ ভেঙে পড়ায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় উপস্থিত জনতা৷ সেই সময় চার্চের ভিতরেই ছিলেন বিশপ৷ চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে আটকে পড়েন তিনিও৷ পরে অবশ্য সরকারি নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে বাইরে আনতে সক্ষম হন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন ছাদ ভেঙে পড়ার পরেও ভিতরে রয়ে গিয়েছিলেন৷ যাঁরা মারাত্মক আহত হয়েছিলেন, তাঁদের উদ্ধারের কাজে সাহায্য করছিলেন৷ গোটা ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ চার্চটি নির্মাণের সময় খারাপ মালমশলা ব্যবহার করা হয়েছিল কি না খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন৷ এর আগে ২০১৪ সালে আরেকটি চার্চ ভেঙে নাইজেরিয়ার লাগোসে ১১৬ জনের মৃত্যু হয়েছিল৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ