ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোয় (Mexico) ফের বন্দুকবাজের (Gunmen) হামলায় প্রাণ গেল একাধিক ব্যক্তির। বৃহস্পতিবার মধ্য মেক্সিকোর একটি পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ১০ জনের। পুলিশ জানিয়েছে, পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী। তাতেই ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মে মাসে একইরকম হামলা হয়েছিল মেক্সিকোর সেলায়া শহরে। সেবারও পানশালায় বন্দুকবাজের হামলায় ১০ জনের প্রাণ গিয়েছিল।
বিগত কয়েক বছরে প্রতিবেশী দেশ আমেরিকার (America) মতোই বন্দুকবাজের হামলায় জেরবার মেক্সিকো। মে মাসের হামলার আগে মার্চে একটি হামলায় ১৯ জনের মৃত্যু হয়। স্টেট অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছিলেন। তাঁদের মধ্য গুরুতর জখমদের হাসপাতালে ভরতি করতে হয়। এর আগে চলতি বছরেরই জানুয়ারি মাসে গুয়ানাজুয়াতো প্রদেশে ৬ জনকে হত্যা করা হয়। সিলাও পুরসভা এলাকায় চার মাসে এমন হামলা হয়েছে পাঁচটি। ২০০৬ সালের ডিসেম্বর থেকে, যবে থেকে মাদকবিরোধী অভিযান শুরু করেছে মেক্সিকো প্রশাসন, তার পর থেকে আজ অবধি ৩ লক্ষ ৪০ হাজার হত্যার হয়েছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনজন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জন-সহ মোট ৬ জনের চিকিৎসা চলছে। পুলিশের ধারনা, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.