Advertisement
Advertisement

Breaking News

Papua New Guinea

ভয়াবহ ভূমিধস পাপুয়া নিউগিনিতে, ঘুমের মধ্যেই জীবন্ত সমাধি শতাধিক মানুষের!

এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

Over 100 people feared dead in Papua New Guinea landslide

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 24, 2024 3:41 pm
  • Updated:May 24, 2024 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিধসের কবলে পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রাম। প্রকৃতির রুদ্ররোষে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ধস নামে ওই গ্রামে। তখন কাওকালামের বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গোটা গ্রাম মাটির তলায় চলে যায়!

শুক্রবার ভয়াবহ এই ঘটনা প্রসঙ্গে জানায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। কাওকালাম গ্রামটি পাপুয়া নিউগিনির (Papua New Guinea) রাজধানী পোর্ট মোরসবি থেকে ৬০০ কিমি উত্তরে অবস্থিত। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ধস নামে ওই গ্রামে। তখন গোটা গ্রামের মানুষ ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে যায়। এই ঘটনায় অন্তত শতাধিক মানুষের আশঙ্কা করছে প্রশাসন। তবে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। মাটির নিচ থেকে দেহ উদ্ধার করতে শুরু করেছে উদ্ধারকারী দল। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: বেপরোয়া গতির বলি তরুণ! আমেরিকায় ফের মর্মান্তিক মৃত্যু ভারতীয়র]

ইতিমধ্যেই এই ভূমিধসের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসাবশেষ থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ভূমিধসের কবলে পড়া লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিপর্যয় নিয়ে ‘পোর্গেরা উইমেন ইন বিজনেস অ্যাসোসিয়েশনে’র প্রেসিডেন্ট এলিজাবেথ লারুমা জানিয়েছেন, “পাহাড় ধসে গিয়ে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যখন সব মানুষ ঘুমাচ্ছিলেন তখন গোটা গ্রাম তলায় চলে যায়। এই ঘটনায় একশোর উপর মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘুমের মধ্যেই জীবন্ত সমাধি হয়েছে তাঁদের।” এখন কাওকালাম জুড়ে শুধুই স্বজনহারাদের কান্না ও হাহাকার।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলি হত্যালীলার শিকার ভারতীয় সেনার প্রাক্তন কর্মী! মোদিকে চিঠি প্যালেস্টাইন প্রধানমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ