Advertisement
Advertisement

সরকারি হোমে পুড়ে মৃত্যু বহু শিশু ও কিশোর-কিশোরীর

উঠছে যৌন নিগ্রহের অভিযোগ৷

Over 20 dead in Guatemala child care home fire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 7:53 am
  • Updated:March 9, 2017 7:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি আবাসনে পুড়ে মৃত্যু হল কুড়িরও বেশি শিশু ও কিশোর আবাসিকের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চল্লিশেরও বেশি শিশু-কিশোর-কিশোরী৷ বুধবার রাতের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুয়াতেমালা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত সান হোসে পিনুলা এলাকার ভিরগেন দে আসুনসিয়ন নামের এক আবাসনে৷

চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান

Advertisement

গুয়াতেমালা পুলিশের প্রধান নেরি রামোস জানিয়েছেন, মঙ্গলবার ওই আবাসনের কিছু আশ্রিত পালাবার চেষ্টা করে৷ তাদের ধরে ফেলা হয়৷ আবাসনের অন্যান্যদের থেকে আলাদা করে অন্যঘরে রেখে দেওয়া হয় তাদের৷ সেই ক্ষোভেই আবাসনের বিছানার গদিতে আগুন লাগিয়ে দেয় তারা৷ সেই আগুনই ছড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে৷

এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার

তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল ওই আবাসনের বিরুদ্ধে৷ ৪০০ আশ্রিতর থাকার জায়গা রয়েছে আবাসনটিতে৷ কিন্তু প্রায় ৮০০ জন আশ্রিত থাকত সেখানে৷ বেশিরভাগই ঘরোয়া হিংসার শিকার৷ এই শিশু ও কিশোর-কিশোরীদের উপর যৌন নিগ্রহ করা হত বলেও অভিযোগ করা হয়েছে একাধিকবার৷ সরকার আগেও বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছিল৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ৷ ঘটনার পরই বরখাস্ত করা হয়েছে আবাসনের দায়িত্বে থাকা প্রশাসনিক প্রধানকে৷ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জিমি মোরালস৷

অবৈধ বাংলদেশিদের দেশ থেকে বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement