Advertisement
Advertisement
Yeti Airlines

অভিশপ্ত! ৩ বছর আগে উড়ান ভেঙেই মৃত্যু ইয়েতি এয়ারলাইন্সের মালিকেরও

তিন বছর আগের দুর্ঘটনায় মৃত্যু হয় নেপালের মন্ত্রীরও।

Owner of Yeti Airlines Ang Tshiring Sherpa also died in a air crash in 2019 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 16, 2023 8:16 pm
  • Updated:January 16, 2023 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত বিখ্যাত তত অভিশপ্ত ইয়েতি এয়ারলাইন্স (Yeti Airlines)! একের পর এক ঘটনায় এমনটাই যেন প্রকাশিত হচ্ছে। আগেই জানা গিয়েছিল, গতকাল নেপালের (Nepal) পোখরা বিমান বন্দরে দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো-পাইলট অঞ্জু খাতিওয়াড়ার স্বামীর মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। ১৬ বছর আগে ‘ইয়েতি’র একটি বিমানে কো-পাইলট ছিলেন তিনি, যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এবার জানা গেল, ইয়েতির মালিকেরও মৃত্যুও হয়েছিল উড়ান ভেঙে পড়ায়। তবে বিমান নয়, হেলিকপ্টর দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল তাঁর।

হোটেল ও বেসরকারি বিমান পরিষেবার ব্যবসা ছিল আং শিরিং শেরপার। এই শিল্পপতির মৃত্যু হয় ২০১৯ সালে একটি হেলিকপ্টর দুর্ঘটনায়। তেরথুম জেলায় পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয় কপ্টরটি। উড়ানটিতে ছিলেন ইয়েতি এয়ারলাইন্সের মালিক, পাইলট-সহ মোট ৬ জন। হাই প্রোফাইল সকলের মৃত্যু হয় ভয়ংকর দুর্ঘটনায়। ওই দুর্ঘটনা প্রাণ কাড়ে নেপালের তৎকালীন অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী, তাঁর সহকারী, অসামরিক বিমান মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর এবং ডেপুটি সেক্রেটারির। ঘটনায় শোকস্তব্ধ হয় গোটা দেশ।

Advertisement

[আরও পড়ুন: তালিব জমানায় কাবুলে থাকাই কাল, দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন প্রাক্তন সাংসদ]

উল্লেখ্য, ১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন এক বিমান দুর্ঘটনাতে স্বামীকে হারিয়েছিলেন অঞ্জু খাতিওয়াড়া। কাকতালীয়ভাবে সেটিও ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমান। ৯এল এইকিউ বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ৬ যাত্রী এবং ৪ ক্রু সদস্যের। অঞ্জুর স্বামী ছিলেন বিমানটির কো-পাইলট।

এদিকে জানা গিয়েছে, নেপালের পোখরা বিমানবন্দরে ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি আগে ছিল ভারতীয় সংস্থার। পরে তাইল্যান্ডের সংস্থার হাত ঘুরে চলে যায় নেপালের বিমান সংস্থা ইয়েতি এয়ারলাইন্সের কাছে। এটিআর-৭২ বিমানটি এক সময় বিজয় মাল্যের কিংফিশার এয়ারলাইন্স ব্যবহার করত। ২০১৩ সালে বিমানটি কিনে নেয় তাইল্যান্ডের সংস্থা।

[আরও পড়ুন: ছেলে হওয়ায় পশুপতিনাথ মন্দিরে পুজো, বিমান দুর্ঘটনায় ফেরা হল না উত্তরপ্রদেশের সোনুর]

প্রসঙ্গত, ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটিতে বিমান কর্মী ও যাত্রী মিলিয়ে ৭২ জন ছিলেন।সকলেরই মৃত্যু হয়েছে। রবিবার যাত্রীবাহী বিমানটি পুরোনো পোখরা বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সেতি নদীর অববাহিকায় পাহাড় ঘেরা বনভূমির মধ্যে ভেঙে পড়ে। সম্প্রতি চিনা সহযোগিতায় পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরটি গড়ে ওঠে। সপ্তাহ দুয়েক আগে যার উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement