Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানের হাতছাড়া মার্কিন ফাইটার জেট

অত্যাধুনিক এই এফ-16 গুলি সবরকম পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে সক্ষম৷ এতে রয়েছে সেলফ ডিফেন্স, এরিয়া সাপ্রেশন ক্যাপাবিলিটির সুবিধা৷ অন্ধকারেও এগুলি সমান পারদর্শী৷

Pak fails to seal F-16 deal after financing row with US: report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 8:14 pm
  • Updated:May 28, 2016 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের ধাক্কা পাক-মার্কিন সম্পর্কে৷ এবারে ইউএস ফাইটার জেট কিনতে ব্যর্থ হল পাক প্রশাসন৷ প্রায় পাঁচ কোটি টাকার বিনিময়ে আমেরিকার আটটি অত্যাধুনিক এফ-16 ফাইটার জেট কেনার কথা ছিল পাকিস্তানের৷ এর জন্য মে মাসের ২৪ তারিখের মধ্যে সম্মতিপত্র দেওয়ার কথা ছিল৷ কিন্তু পাক সংবাদ মাধ্যমের দাবি, সময় পেরিয়ে গেলেও সেই চিঠি পাঠায়নি পাক সরকার৷ ফলে বাতিল হয়ে গেল পাক-মার্কিন এই সামরিক চুক্তি৷

অত্যাধুনিক এই এফ-16 গুলি সবরকম পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে সক্ষম৷ এতে রয়েছে সেলফ ডিফেন্স, এরিয়া সাপ্রেশন ক্যাপাবিলিটির সুবিধা৷ অন্ধকারেও এগুলি সমান পারদর্শী৷ পাক বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ফাইটার জেটের লেনদেনের অঙ্ক নিয়েই বিরোধের সূত্রপাত৷ পাকিস্তান সরকার থেকে ফাইটার জেটের দামের উপর ভরতুকি চাওয়া হয়েছিল৷ কিন্তু, তা দিতে অস্বীকার করা হয় ওবামা প্রশাসনের পক্ষ থেকে৷ সেই কারণেই এই চুক্তিতে আগ্রহ দেখায়নি পাক প্রশাসন৷

Advertisement

কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলায় তালিবান প্রধানের মৃত্যুর পর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে৷ এমনকী পাকিস্তানের আপত্তি সত্ত্বেও নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে(এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবে ভারতের পাশেই দাঁড়িয়েছে আমেরিকা৷ শোনা গিয়েছে, সেই কারণেই মার্কিন মুলুকের সঙ্গে দূরত্ব বাড়ছে পাকিস্তানের৷ আমেরিকার কাছ থেকে ফাইটার জেট কিনতে ব্যর্থ হলেও রাশিয়া ও চিনের কাছ থেকে বিমান কেনার চেষ্টা চালাচ্ছে পাক প্রশাসন৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ