Advertisement
Advertisement

Breaking News

ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে

পাহাড়ের নীচে গোপন অস্ত্রাগার

Pak secret nuclear bunkar info lands in India's hand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 12:41 pm
  • Updated:May 18, 2017 12:42 pm

প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারতের পারমাণবিক হামলা ঠেকাতে সম্প্রতি শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান৷ এবার খাইবার-পাখতুনখোয়ায় পাকিস্তানে গোপন পারমাণবিক অস্ত্রাগারের সন্ধান মিলল৷

[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ ]

জানা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়ার হরিপুরে পিরথান পাহাড়ের নিচে গোপন পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে পাকিস্তান৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, এই গোপন অস্ত্রাগারে পরমাণুবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন-৩ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে রাখতে হয়েছে৷ আর তা যদি হয়ে থাকে, তাহলে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে বলেই মত বিশেষজ্ঞদের৷ কারণ খাইবার পাখতুনখোয়ার যে জায়গায় এই গোপন অস্তাগারের সন্ধান মিলেছে, সেখান থেকে মাত্র ৩২০ কিমি দুরে পাঞ্চাবের অমৃতসর৷ দিল্লি ও চণ্ডীগড়ের দুরত্বও খুব বেশি নয়৷

Advertisement

[মালেগাঁও পুরভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী দিল বিজেপি]

তবে এই শুধু খাইবার পাখতুনখোয়াই নয়, গত কয়েক বছর ধরেই দেশের নানা প্রান্তে এইরকম গোপন পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে পাকিস্তান৷ এমনই দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, ২০০৩ সাল থেকে দেশ জুড়ে এই গোপন অস্ত্রাগার তৈরির কাজ শুরু করে পাক-সরকার৷ খুব সম্ভবত ২০১১ সালে গোপন অস্ত্রাগার তৈরির কাজ শেষ হয়েছে৷ কিন্তু তা ঘুণা্ক্ষের টের পায়নি ভারত৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ওই গোপন অস্ত্রাগারের পার্শ্ববর্তী এলাকায় রীতিমতো প্রশাসনিভবন, অফিসার আবাসন, মসজিদ সহ ক্যাম্পাস বানিয়ে ফেলেছে পাক-সরকার৷

Advertisement

তবে সংবাদমাধ্যমে যাই বলা হোক না কেন, সরকারিভাবে এই প্রথম পাকিস্তানের গোপন অস্ত্রাগারের সন্ধান পেল ভারত৷ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ভারত৷ আপাতত সীমান্তের ওপারে এইরকম আর কত গোপন অস্ত্রাগার রয়েছে, তার খোঁজ চালাচ্ছেন ভারতের গোয়েন্দারা৷ প্রসঙ্গত, এখন পাকিস্তানের হাতে প্রায় ১৪০ টা পরমাণবিক বোমা রয়েছে বলে সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ