Advertisement
Advertisement

ভারতীয় সেনা ছাউনিতে হামলার উদ্দেশ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক সেনার

প্রকাশ্যে পাক সেনার গোপন অস্ত্র৷

Pakistan plans to use GPS-guided mortar
Published by: Tanujit Das
  • Posted:December 24, 2018 7:37 pm
  • Updated:December 25, 2018 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির কথা বললেও, প্রত্যেকদিনই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক রেঞ্জার্সরা৷ পাল্লা দিয়ে ভারত বিরোধী ষড়যন্ত্রও চালিয়ে যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই৷ পাক আক্রমণের যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরাও৷ সূত্রের খবর, দিনের পর দিন সীমান্তে ভারতীয় সেনার কাছে পর্যুদস্ত হওয়ায়, ভারতের বিরুদ্ধে এবার আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে রাওয়ালপিণ্ডি৷ অব্যর্থ লক্ষ্যে ভারতীয় সেনা ছাউনিগুলিতে হামলা চালাতে এবার জিপিএস সিস্টেম সম্বলিত অত্যাধুনিক মর্টার কিনতে চলেছে পাক সেনা৷

[সনাতন ধর্মের জয়জয়কার, মন্দিরে পরিণত হচ্ছে গির্জা  ]

Advertisement

জানা গিয়েছে, বিশ্বের গুটিকয়েক দেশের অস্ত্রাগারেই মজুত রয়েছে এই জিপিএস সম্বলিত মর্টার৷ আমেরিকা, ইউরোপের কয়েকটি দেশ এবং চিনা সেনা ব্যবহার করে থাকে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মর্টার৷ সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার কাছে বারংবার পরাজিত হতে হতে এবার মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ ফলে ভারতের বিরুদ্ধে এই জিপিএস সম্বলিত মর্টার ব্যবহারের পরিকল্পনা করছে রাওয়ালপিণ্ডি এবং সেই উদ্দেশ্যে এই মর্টার কেনার প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছে তারা৷ ইতিমধ্যে কথাবার্তা চলছে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী বেশ কয়েকটি সংস্থার সঙ্গে৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু জিপিএস সিস্টেম রয়েছে, তাই এই অত্যাধুনিক মর্টার দ্বারা নিখুঁত লক্ষ্যে আঘাত হানা সম্ভবপর হবে৷ একবার মর্টার ছোঁড়ার পর প্রয়োজনে এটিকে অন্যদিকেও ঘুরিয়ে দেওয়া যাবে৷ এমনকী, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে মাত দিতে জিপিএস সম্বলিত এই মর্টারগুলিকেই বড় হাতিয়ার হয়ে উঠতে পারে যে কোনও দেশের৷

Advertisement

[বারবার ইন্দোনেশিয়ায় কেন হচ্ছে সুনামি? কী বলছেন বিশেষজ্ঞরা?]

প্রসঙ্গত, অতীতে এই ধরনের জিপিএস মর্টার ব্যবহার করতে দেখা গিয়েছে আমেরিকাকে৷ আফগানিস্তানে তালিবানদের সঙ্গে যুদ্ধের সময় এই জিপিএস মর্টারই ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছিল মার্কিন সেনার৷ দূর থেকে ছোঁড়া এই মর্টারের সাহায্যে গোপন তালিবান ঘাঁটিগুলিকে সহজেই ধ্বংস করতে পেরেছিল মার্কিন সেনা৷ এরপরই এই জিপিএস মর্টারগুলিকে অস্ত্রাগারে যোগ করতে শুরু করে বিশ্বের অন্যান্য দেশও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ