Advertisement
Advertisement

লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান

জঙ্গি দমনে ট্রাম্পের তোড়জোর দেখেই হাফিজকে গৃহবন্দি করতে আর দেরি করল না পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

Pakistan Puts Lashkar Chief Hafiz Saeed Under House Arrest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 3:26 am
  • Updated:January 31, 2017 3:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান৷ ছ’মাসের জন্য তাকে নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এমনটাই প্রচার পাক মিডিয়ায়৷ ট্রাম্পের অভিবাসন নীতির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷

এতদিন পর্যন্ত লস্কর প্রধানের মুক্তাঞ্চল ছিল পাকিস্তান৷ সারা বিশ্বে সন্ত্রাস ছড়িয়েও পাকিস্তানের মাটিতে ছিল তার অবাধ আনাগোনা৷ একাধিকবার এ ব্যাপারে ব্যবস্থা নিতে বললেও এড়িয়ে গিয়েছে পাকিস্তান৷ ভারত এ দাবি তুললে, পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে চিন৷ মূলত চিন-পাকিস্তান আঁতাতেই হাফিজ সইদকে জঙ্গি ঘোষণা করা সম্ভব হয়নি৷ তবে মার্কিন রাজনীতিতে পালাবদলের পরই সমীকরণ বদলেছে৷ চিনের ঔদ্ধত্যে লাগাম টানতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এদিকে সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় পা রাখায় নিষেধাজ্ঞাও জারি হয়েছে৷ সে তালিকায় আপাতত পাকিস্তান নেই৷ তবে অদূর ভবিষ্যতে যে থাকতে পারে এমনটা আঁচ করেই আগেভাগে ব্যবস্থা নিল পাক প্রশাসন৷ আন্তর্জাতিক রাজনৈতিক মহলের ধারণা এমনটাই৷

Advertisement

পাকিস্তানিদের ভিসা বাতিল করুক ট্রাম্প, চান ইমরান

মুম্বই হামলার প্রধান চক্রী এই হাফিজ সইদ৷ ভারত একাধিকবার সে প্রমাণ দাখিল করেছে বিশ্বের দরবারে৷ তবে এতদিন সইদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ পাক মিডিয়ায় প্রচার, লাহোরের চৌবুর্গির কাছে এক মসজিদে গৃহবন্দি করা হয়েছে লস্কর প্রধানকে৷ পরে তাকে ফয়জল টাউনে সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ তার সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে পাক প্রশাসন৷ হাফিজের সঙ্গেই আটক করা হয়েছে আরও চারজনকে৷ ২০১৪-তেই জামাত উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা৷ এদিকে আইএস জঙ্গি দমনেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ সারা পৃথিবীতে জঙ্গি দমনে ট্রাম্পের তোড়জোর দেখেই হাফিজকে গৃহবন্দি করতে আর দেরি করল না পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

Advertisement

এবার পাক শরণার্থীদেরও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প!

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ