Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়নি ইরান! মুখরক্ষায় দাবি ইসলামাবাদের

বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টিকেও অস্বীকার করেছিল পাকিস্তান।

Pakistan rejects that Iran had conducted an intelligence operation in Pakistani territory | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 9, 2021 2:51 pm
  • Updated:February 9, 2021 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই ভারত, আমেরিকার পরে পাকিস্তানের (Pakistan) ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল ইরান (Iran)। সেই দাবি উড়িয়ে দিল পাক সেনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পাক সেনার মুখপাত্র ইরানের দাবিকে উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টিকেও অস্বীকার করেছিল পাকিস্তান।

[আরও পড়ুন: সেনার রক্তচক্ষু উপেক্ষা করে একমনে নাচে মগ্ন মায়ানমারের সাহসিনী! ভাইরাল ভিডিও]

গত ২ ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের বালোচিস্তানের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical strike) চালানোর দাবি করেছিল ইরান সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ শাখা তথা স্পেশ্যাল ফোর্স ইরানি রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় খতম হয়েছিল বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। পাশাপাশি ইরানের দাবি, ২০১৮ সালে তাদের যে সেনাদের অপহরণ করা হয়েছিল, তাদেরও উদ্ধার করেছে আরজিসি। ইরানের সংবাদসংস্থা ইরনা, তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এবং আল জাজিরা জানিয়েছিল, আগাম গুপ্তচর মারফত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বালোচিস্তানের ইরান সীমান্তের কাছে রুক্ষ পাহাড়ি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইরানি সেনারা।

Advertisement

সোমবার এই প্রসঙ্গ তোলা হলে পাক সেনার মুখপাত্র ইরানের দাবিকে নস্যাৎ করে বলেন, এই খবরের কোনও সত্যতা নেই। এটা একেবারেই ভুয়ো খবর। ইরানের পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তোলেন তিনি। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেন, ”ভারত ভুয়ো খবর ছড়াতে সিদ্ধহস্ত। ইরান সম্পর্কে এই খবরটার কোনও ভিত্তি নেই। এমনটা কখনওই হওয়া সম্ভব নয়। হয়ওনি। ভারতীয় সংবাদমাধ্যম তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।” প্রসঙ্গত, এই ধরনের অভিযোগ আগেও করেছে ইসলামাবাদ। গত ডিসেম্বরে ভারতও তাদের পালটা জবাব দিয়েছিল। বিদেশমন্ত্রকের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল, ভুয়ো তথ্য ও খবর ছড়ানোর সেরা উদাহরণের কথা বলতে হলে পাকিস্তানের কথাই বলতে হবে।

Advertisement

[আরও পড়ুন: লাদেনের কারণেই ভ্যাকসিন আতঙ্ক পাকিস্তানে! বাধার মুখে টিকাকরণ, উদ্বিগ্ন ইমরান প্রশাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ