Advertisement
Advertisement
Pakistan

অব্যাহত দুঃসময়! FATF-এর ধূসর তালিকা থেকে রেহাই পেল না পাকিস্তান

সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগেই বেকায়দায় ইমরানের দেশ।

Pakistan to remain in terror watchdog FATF’s grey list। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 21, 2021 1:08 pm
  • Updated:October 21, 2021 1:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: FATF-এর ধূসর তালিকা (Grey list) থেকে মুক্তি পেল না পাকিস্তান। ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ জানিয়ে দিয়েছে ২০১৮ সালে সন্ত্রাসদমনে যে ২৭টি শর্তপূরণ করতে বলা হয়েছিল পাকিস্তানকে (Pakistan), তার মধ্যে ২৬টি পূরণ করছে ইমরানের দেশ। একটি এখনও বাকি রয়েছে। তাই ধূসর তালিকাতেই থাকতে হবে তাদের।

কিন্তু বেঁধে দেওয়া শর্তের সবগুলি পূরণ করার পরও একটি শর্ত কেন অধরা থেকে গিয়েছে পাকিস্তানের? কী সেই শর্ত? জানা যাচ্ছে, সেই একমাত্র না পূরণ হওয়া শর্তটি হল সন্ত্রাসে আর্থিক মদত রুখতে পর্যাপ্ত পদক্ষেপ করা। প্যারিস স্থিত FATF-এর মতে, যা আজও করে উঠতে পারেনি ইসলামাবাদ। তাই ধূসর তালিকা থেকে এবারও বেরনো হল না পাকিস্তানের।

Advertisement

[আরও পড়ুন: ফেসবুক-টুইটার নিষিদ্ধ করেছে তাতে কী! নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছেন ট্রাম্প]

উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার। কিন্তু প্যারিস স্থিত FATF-এর একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। ধূসর তালিকা থেকে আর বেরনো হয়নি ইসলামাবাদের।

Advertisement

গত জুনে যখন দেখা গিয়েছিল, পাকিস্তানকে ধূসর তালিকাতেই থাকতে হচ্ছে তখন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, তাঁরা আর ৩-৪ মাসের মধ্যেই অবশিষ্টটি পূরণ করে ফেলবেন। কিন্তু দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আসলে পাকিস্তান যে আজও ‘জঙ্গিদের স্বর্গ’ হয়ে রয়েছে তা বারবার পরিষ্কার হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কেবল পাক অধিকৃত কাশ্মীরেই রয়েছে অন্তত ৮টি জঙ্গি গোষ্ঠী।

[আরও পড়ুন: আতঙ্কের আরেক নাম তালিবান! এবার মহিলা জাতীয় দলের খেলোয়াড়ের মাথা কাটল জেহাদিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ