Advertisement
Advertisement

Breaking News

ভারতের সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান: নওয়াজ

সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানও সমান ভাবে লড়াই করছে, দাবি শরিফের৷

Pakistan wants peaceful settlement with India, says sharif
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 4:29 pm
  • Updated:December 22, 2016 4:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভূতের মুখে রাম নাম৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দাবি, ভারতের সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান৷ বসনিয়ায় বসে শরিফের এই বার্তা যে নয়া দিল্লির উদ্দেশ্যে ছিল তা বলাই বাহুল্য৷

৩ দিনের বিদেশ সফরে গিয়ে বসনিয়ার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তাঁর দাবি তাঁর দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না৷ সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানও সমান ভাবে লড়াই করছে৷ তাঁদেরকেও আলকায়দা ও তেহেরিক-ই-তালিবানের মতো জঙ্গি সংগঠন থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়৷ তাঁর কথা মতো, পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্ববাসীকে সুরক্ষা দিচ্ছে৷ বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে পাকিস্তান বদ্ধ পরিকর৷

Advertisement

এদিন বসনিয়ার সারাজেভোয় সেদেশের প্রধানমন্ত্রী ডেনিস ভিদিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনও করেন নওয়াজ শরিফ৷ সেখানে শরিফ বলেন, দুই দেশই একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে চায়৷ দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্কের উন্নয়নের বিষয়েও আশা প্রকাশ করেন তিনি৷ নওয়াজের এই বসনিয়া সফরে দু’দেশের জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ-সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান নিয়ে চুক্তি হয়েছে বলে খবর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ