Advertisement
Advertisement
Indian Navy

‘হিন্দুস্তান জিন্দাবাদ’, নৌসেনার বীরত্বে প্রাণে বেঁচে ভারত প্রশস্তি পাক নাগরিকদের

নৌসেনার ১২ ঘণ্টার অভিযানে উদ্ধার ২৩ পাক নাগরিক।

Pakistani crew slogan 'India Jindabad' after rescued by Indian Navy

উদ্ধার হওয়া ২৩ পাক নাগরিক।

Published by: Amit Kumar Das
  • Posted:March 30, 2024 10:16 pm
  • Updated:March 30, 2024 10:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত (India) ও পাকিস্তান (Pakistan) দুই দেশের শত্রুতার সঠিক মাপকাঠি না পাওয়া গেলেও বন্ধুত্ব যে নেই তা বলাই যায়। স্বাভাবিকভাবেই তার প্রভাব এসে পড়ে দেশের নাগরিকদের উপর। তবে কল্পনার ভিলেন যখন বাস্তবে প্রাণরক্ষক দেবদূতের ভুমিকায় হাজির হয় সেখানে বোধহয় রাষ্ট্রের শেখানো ‘তোতাপাখির বুলি’ আর খাটে না। এবার সেই ছবিই দেখা গেল এডেন উপসাগরে। দুই রাষ্ট্রের মধ্যে শত্রুতার ঝড় বইলেও ভারতীয় নৌসেনার বিরত্বে প্রাণে বেঁচে ভারতীয় নৌসেনাকে (Indian Navy) ধন্যবাদ জানালেন ২৩ পাক নাগরিক। তাঁদের মুখে শোনা গেল ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান।

গত বৃহস্পতিবার এডেন উপসাগরে জলদস্যুদের খপ্পরে পড়ে ইরানের নিশানধারী একটি মাছ ধরার জাহাজ এফভি আল-কামবার ৭৮৬। ২৩ জনের চালকদলকে বন্দি করে ফেলে দস্যুরা। তাঁরা সকলেই ছিলেন পাকিস্তানের নাগরিক। খবর পেয়েই অপহৃত জাহাজটি উদ্ধারে নামে ভারতীয় নৌসেনা। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর হার মানতে বাধ্য হয় জলদস্যুরা। জাহাজে উপস্থিত সকলকেই সুস্থভাবে উদ্ধার করা হয়। আটক করা হয় ৯ জন জলদস্যুকে।

Advertisement

[আরও পডুন: ‘কুরুক্ষেত্র’ বারাকপুর, পার্থ-অর্জুনের ‘মহাভারতে’ শেষ হাসি কার? ফ্যাক্টর হবে বামেরা?]

পাক নাগরিকদের রক্ষার্থে ভারতীয় নৌসেনার অভিযানে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ভারতের প্রশংসা করতে দেখা যায় ওই ২৩ পাক নাগরিকদের। ভারতীয় নৌসেনার তরফে সেই ভিডিও শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে। যেখানে ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়ে ওই পাক নাগরিকদের বলতে শোনা যাচ্ছে, “হিন্দুস্তান জিন্দাবাদ।”

Advertisement

[আরও পড়ুন: ‘ছাপরির বউ ছাপরি’, হার্দিকের ‘দুর্দিনে’ নেটিজেনদের কটাক্ষের শিকার স্ত্রী নাতাশা]

অবশ্য দেশের সিমানা পেরিয়ে ভারতীয় নৌসেনার এই অভিযান প্রথমবার নয়, কয়েকদিন আগেই সোমালিয়ার জলদস্যুদের খপ্পরে পড়েছিল একটি বাংলাদেশের জাহাজ। অপহরণের দুদিন পর সেটি উদ্ধার করেছিল নৌসেনা। এছাড়াও গত মাসে সোমালিয়ার পূর্ব উপকূলে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল ইরানের নিশানধারী একটি মাছ ধরার জাহাজ। খবর পেয়েই সেটি উদ্ধারের জন্য পৌঁছে যায় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সারদা। পাকিস্তানি ও ইরানীয় নাবিক মিলে মোট ১৯ জন ছিলেন জাহাজটিতে। কিন্তু জলদস্যুদের পরাস্ত করে সকলকে নিরাপদে উদ্ধার করেছিলেন জওয়ানরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ