Advertisement
Advertisement

Breaking News

অধিবেশনের সময়ই মহিলা সাংসদকে যৌন হেনস্তা পাক মন্ত্রীর

এ কেমন দেশ?

Pakistani female lawmaker harassed in Parliament
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 9:18 am
  • Updated:January 25, 2017 11:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পার্লামেন্টের ভিতরেই পাক মহিলা সাংসদকে হেনস্তার অভিযোগ উঠল৷ পাকিস্তান পার্লামেন্টের সদস্য নুসরত সহর আব্বাসিকে অধিবেশন চলাকালীনই হেনস্তার মুখে পরতে হয়৷ পার্লামেন্টের পুরুষ সাংসদরা এই অপরাধ করেছেন বলে দাবি করেছেন নুসরত৷

নুসরত দাবি করেছেন, অধিবেশন চলাকালীনই তাঁকে হেনস্তা করেন পুরুষ সাংসদরা৷ এই ঘটনার বিরুদ্ধে সরব হলে উল্টে তাঁকেই পাল্টা আক্রমন করেন বাকি সাংসদরা, এমনটাও অভিযোগ নুসরতের৷ পাকিস্তানের সিন্ধু অঞ্চলের সাংসদ নুসরত জানিয়েছেন, গত শুক্রবার প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান৷ সেখানে নুসরত হাজির হলে তাঁকে যৌন হেনস্তা করেন মন্ত্রী বলে নুসরতের অভিযোগ৷ ঘটনাটি সম্পর্কে নুসরত সংসদের ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ জানান৷ কিন্তু একজন মহিলা সত্বেও তিনি ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি৷ আর এরপরই আত্মহত্যার হুমকি দেন সিন্ধু প্রদেশের সাংসদ৷ গত শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ঘটনাটির বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলে তিনি আত্মহত্যা করবেন৷

Advertisement

nusrat-pak_web

Advertisement

আর এরপরই বিষয়টিতে ফেডারেল দল হস্তক্ষেপ করে৷ চাপের মুখে মন্ত্রী পিতাফি ক্ষমা চাইতে বাধ্য হন৷

ঘটনায় অপমানিত এবং বিরক্ত আব্বাসি জানিয়েছেন, যেখানে সংসদের ভিতরেই মহিলারা সুরক্ষিত নন, সেখানে দেশে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা কতটা জোড়াল তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই৷

(কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ করে শাস্তির মুখে ২ মহিলা অ্যাঙ্কর)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ