Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

সন্ত্রাস মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে মরিয়া, ফের বড় ‘অপারেশন’ পাক পুলিশের

রবিবারই তাঁর বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের হয়।

Pakistani forces conducts 'grand operation' at Imran Khan's residence, Lahore | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 20, 2023 10:39 am
  • Updated:March 20, 2023 10:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেনতেন প্রকারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেপ্তার করতে আরও মরিয়া পাক পুলিশ। রবিবার তাঁর বিরুদ্ধ সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করার পর রাত থেকেই বাড়ির সামনে পুলিশে ছয়লাপ। লাহোরের (Lahore)জমন পার্কে ইমরানের বাড়িতে ফের বড়সড় অপারেশন চালাতে চলেছে পুলিশ। তবে এই বাড়িতে ইমরান খান আদৌ রয়েছেন কি না, তা নিয়ে সংশয় আছে।

তোষাখানা মামলায় আদালতে হাজিরা দেওয়ার দিনই ইমরান অনুগামীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। আদালত চত্বরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। তোষাখানা মামলাটি খারিজ হয়ে যায় আদালতের নির্দেশে। এরপর রবিবার রাতেই ফের ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস (Terrorism) দমন আইনে মামলা দায়ের করে পাক পুলিশ। তাতে নতুন করে বিপাকে পড়েন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: এবার ‘দেউলিয়া’ সুইস ব্যাংক, যৌথ বিবৃতিতে পরিস্থিতি সামালের আশ্বাস মার্কিন-ইউরোপীয় সংস্থার]

রবিবার মামলা দায়েরের পর রাত ৩ টে নাগাদই ইমরানের জমন পার্কের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশের দল। পুলিশের দাবি, ওই দিন আদালত চত্বরে যারা অশান্তি বাঁধিয়েছিল, তারা আসলে জঙ্গি। বালোচিস্তানের আওরন জেলায় মূলত সক্রিয়তা রয়েছে এদের। ইমরানের অনুগামী হয়ে সেদিন আদালত চত্বরে ঢুকে নাশকতার ছক ছিল। তবে পুলিশ কঠোর থাকায় শুধুমাত্র সংঘর্ষ ছাড়া কিছু করতে পারেনি। পুলিশের অনুমান, ইমরানের বাসভবন থেকেই আওরনের জঙ্গিরা মদতপুষ্ট হচ্ছে। সেই কারণে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করে সবাইকে খোঁজা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমায় বিয়ে করবেন?’, বিমানবন্দরে ভক্তকে গোলাপ দিয়ে প্রস্তাব রোহিতের! ভিডিও ভাইরাল]

আর এ বিষয়ে পুলিশ অত্যন্ত কড়া। জমন পার্কের বাড়ির সামনে রীতিমতো অপারেশন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা সেখানে পৌঁছতে পারেননি, তাঁদের সাসপেনশনের মুখে পড়তে হতে পারে বলে খবর। ওই চত্বরে আইনশৃঙ্খলা আরও কড়া হয়েছে। সবমিলিয়ে অপারেশন ইমরান খান নিয়ে পাক পুলিশের তৎপরতা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ