Advertisement
Advertisement

Breaking News

দুর্নীতির প্রতিবাদ, বাড়িছাড়া করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিককে

দেখুন ভিডিও।

Pakistan's first Sikh police officer claims to have been thrashed and ousted from his house
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 9:18 am
  • Updated:July 11, 2018 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতির কথা জানতে পেরেছিলেন৷ প্রতিবাদে গর্জে উঠবেন বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু মুখ বন্ধ করতে অকথ্য অত্যাচার করা হল পাকিস্তানের প্রথম শিখ পুলিশ আধিকারিকের ওপর৷  স্ত্রী, সন্তান নিয়ে আপাতত ঘরছাড়া তিনি। কাঠগড়ায় পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য।

 

Advertisement

[সমকামিতা কি অপরাধ? পুরনো রায় পুনর্বিবেচনার আশ্বাস শীর্ষ আদালতের]

লাহোর থেকে মাত্র ২৮কিলোমিটার দূরের ডেরা চাহাল গ্রামের বাসিন্দা গুলাব সিং৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, ‘‘শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির এক শাখা সংগঠনের সদস্য তারিক ওয়াজির আমার পাগড়ি খুলে চুল ধরে বেধড়ক মারধর করেছে। স্ত্রী ও ছোট ছোট তিন সন্তানকে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে৷ আপাতত আমরা রাস্তাতেই দিন কাটাচ্ছি৷’’ শিখ পুলিশ আধিকারিকের অভিযোগ, কানাডা, আমেরিকা-সহ বিভিন্ন জায়গা থেকে সংগঠনের প্রায় নামে ১০-১৫কোটি টাকা আদায় করে ওই সংগঠন৷ কিন্তু ওই টাকা কোনও উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় না৷ গুলাবের দাবি, ২০১৬ সাল থেকে এই দুর্নীতির কথা জানতে পারেন তিনি৷ তারপর থেকেই শিখ সংগঠনের টার্গেট হয়ে যান তিনি৷ যারা মারধরের ঘটনায় জড়িত, তারা পাকিস্তানের সীমান্ত এলাকার বাসিন্দা বলেই দাবি নিগৃহীতের৷ নির্মম অত্যাচারের বিরোধিতায় কেউই পুলিশ আধিকারিকের পাশে না দাঁড়ানোয় ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন গুলাব৷


শুধু একবারই নয়৷ বারবারই দুর্নীতির প্রতিবাদ করে পুরস্কার হিসাবে গুলাব সিং ও তাঁর স্ত্রীর কপালে মিলেছে অত্যাচার৷ বছর চারেক আগে ২০১৪ সালে গুলাব সিংয়ের স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করে শিখ সংগঠনের সদস্যরা৷ অভিযোগ, ওই ঘটনার পরেও মেলেনি কোনও প্রশাসনিক সাহায্য৷

[বাদল অধিবেশনকে শান্তিপূর্ণ করতে তৎপর কেন্দ্র, এবার ময়দানে নামলেন খোদ স্পিকার]

যদিও গুলাব সিংয়ের অভিযোগ শিখ সংগঠনের তরফে অস্বীকার করা হয়েছে৷ মারধরের ঘটনার সত্যতা নেই বলেই দাবি সংগঠনের৷ আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷

তালিবান-সহ একাধিক সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক ও সম্প্রীতির বাঁধন শক্ত করতেই পাকিস্তানে শিখ পুলিশ আধিকারিক রাখা হয়৷ কিন্তু তা সত্ত্বেও আর্থিক দুর্নীতির প্রতিবাদী গুলাব সিংয়ের ওপর আক্রমণের ঘটনা সামনে আসায় সামনে আসছে সীমান্ত এলাকার অন্য অন্ধকারের ছবি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ