ডাল লেক (ফাইল ফটো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকারের জেরে কাজ হারালেন পাকিস্তানের দুই সাংবাদিক। ইমরান খানের সরকারের নিয়ন্ত্রণাধীন পিটিভি নিউজ থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হল।
ঘটনাটির সূত্রপাত হয় গত ৬ জুন। ওই দিন পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণাধীন পিটিভি নিউজে ম্যাপ দেখানোর সময় কাশ্মীরকে ভারতের অংশ বলে স্বীকার করেন দুই সাংবাদিক। এরপরই হইচই শুরু হয়ে যায় পাকিস্তানের রাজনৈতিক মহলে। সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম থেকে এই ঘটনা কী করে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। আট জুন সেনেট সদস্য সাদিক সাঞ্জরানি বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এর আগে সাত তারিখ পাকিস্তান টেলিভিশন কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হয়, তারা এই ঘটনার তদন্ত করছে। মারাত্মক এই ভুলের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরে তারা টুইট করে, তদন্তে ওই দুই সাংবাদিকের ভুল ম্যাপ দেখানোর বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই তাঁদের বরখাস্ত করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.