Advertisement
Advertisement

ড্রাগ ওভারডোজে মৃত দম্পতি, সাহায্যের আর্জি সন্তানের

বাবা মাকে ঘুম থেকে তুলতেই বাধ্য হয়ে স্কুল শিক্ষিকার দ্বারস্থ হয়েছিল সাত বছরের মেয়েটি৷

Parents found dead with drug overdose after 7-yr-old calls for help
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 4:53 pm
  • Updated:October 5, 2016 4:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত মাদক নেওয়ায় মৃত্যু হয়েছে মা-বাবা দু’জনেরই৷ বাড়িতে রয়েছে তিনটি সন্তান৷ বড়টিরই বয়স মাত্র সাত৷ তাদের ধারণা ছিল বাবা মা ঘুমিয়ে রয়েছেন৷ বহু চেষ্টা করেও তাঁদের জাগানো যাচ্ছেনা৷ আর বাবা মাকে ঘুম থেকে তুলতেই বাধ্য হয়ে স্কুল শিক্ষিকার দ্বারস্থ হয়েছিল সাত বছরের মেয়েটি৷ গণ্ডগোল আঁচ করতে পেরেই পুলিশে খবর দেন শিক্ষিকা৷ আর এরপরেই পুলিশ এসে উদ্ধার করে দম্পতির মৃতদেহ৷ পেনসিলভেনিয়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “অতিরিক্ত মাত্রায় হেরোইন নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে দম্পতির৷” পুলিশের আরও অনুমান কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে দম্পতির৷ কিন্তু তাঁদের সন্তানরা বয়সে এতটাই ছোট, যে তারা বুঝে উঠতে পারেনি বাবা-মা আর বেঁচে নেই৷ মৃতদেহের ময়নাতদন্তে জানা গিয়েছে, দম্পতির শরীরে ড্রাগের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement