Advertisement
Advertisement
Pakistan

পাকিস্তানে খুন পাঠানকোট হামলার মূলচক্রী শহিদ লতিফ

অজ্ঞাত দুষ্কৃতীদের গুলিতে নিহত জইশ জঙ্গি।

Pathankot attack mastermind Shahid Latif killed by unidentified gunmen in Pakistan | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:October 11, 2023 1:06 pm
  • Updated:October 11, 2023 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) শিয়ালকোট শহরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন পাঠানকোট হামলার (Pathankot Attack) মূলচক্রী শহিদ লতিফ। নিহত জইশ (Jaish E Mohammed) জঙ্গি ভারতের ‘মোস্ট ওয়ান্ডেট’ তালিকায় ছিল। কারা লতিফের উপর হামলা চালিয়েছে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানাতে পারেনি শিয়ালকোট পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

৪১ বছরের লতিফ ভারত বিরোধী জঙ্গি সংগঠন জইশের দীর্ঘদিনের সদস্য। ভারতীয় গোয়েন্দাদের মতে, ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট হামলার মূলচক্রী ছিল সে। শিয়ালকোট থেকেই হামলার ছক কষেছিল লতিফ। তাঁর নির্দেশেই চার জইশ জঙ্গিকে পাঠানকোটে পাঠানো হয়েছিল। ১৯৯৪ সালের নভেম্বরে ভারতে বেআইনি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে UAPA ধরায় গ্রেপ্তার করা হয়েছিল লতিফকে। বিচারের বেশ কয়েক বছরের জেল হয় তাঁর। সাজার মেয়াদ শেষে ২০১০ সালে পাকিস্তানে ফেরে জইশ জঙ্গি।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরছে পাকিস্তান! ম্যাচের ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

ভারতীয় গোয়েন্দাদের দাবি, ১৯৯৯ সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনাতেও জড়িত ছিল এই লতিফ। এনআইএ-র (NIA) গোয়েন্দাদের বক্তব্য, পাকিস্তানে ফিরে নতুন করে করে জঙ্গি কার্যকলাপে জড়ায় পড়েছিল লতিফ। তবে শিয়ালকোটে কারা লতিফকে খুন করল তা এখনও ধোঁয়াশায়।

Advertisement

[আরও পড়ুন: ফের মৃত্যুমিছিল মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে, এবার আট দিনে মৃত ১০৮]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ